Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
2Pizza410000BTC
on 04/08/2023, 00:49:44 UTC



লিংক: https://bitcointalk.org/index.php?topic=5335270.msg62641351#msg62641351
আরে ভাই আপনারে না নেগেটিভ ট্রাস্ট মেরে দিয়েছে। আপনি একাধিক অ্যাকাউন্টের সাথে কানেক্টেড হয়েছেন। যারা বাউনটি করে থাকেন তারা আপাতত নিজেদেরকে বিরত রাখুন এবং ওই বাওনটির মধ্যে সীমাবদ্ধ থাকুন। অহেতুক কানেক্টেড একাউন্ট এখানে নিয়ে এসে আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের দুর্নাম বাড়াবেন না। যারা বড় বড় ইউজার আছে এবং ডিটি রয়েছে তারা সব সময় মনে করে বাংলাদেশের সবাই হয়তো অ্যাকাউন্ট ফার্ম করে। তাদের সন্দেহ করার পিছনে একাধিক যুক্তিও অবশ্যই রয়েছে। বেশিরভাগ বাউন্টি account আমাদের বাংলাদেশের। একজন বাউন্টি হান্টার একাধিক একাউন্ট ক্রিয়েট করে বাউনটি কাজ অংশগ্রহণ করে থাকে এবং নিজের একাউন্টগুলোর মধ্যে টোকেন টেনেস্পার করে একাউন্ট কানেক্টেড করে নেয়। অনেক বাংলাদেশী বাউন্টি হান্টার বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে এসে মেরিট পাওয়ার জন্য উঠেপড়ে লেগে যায়। এখানেই সীমাবদ্ধ থাকে না বরং বিভিন্ন গ্লোবাল সেকশনে মেরিট এর জন্য ব্যস্ত হয়ে পড়ে ফলে অ্যাকাউন্টগুলো ডিটি মেম্বারদের ইনভেস্টিগেশনে পড়ে যায়। এবং রিসার্চের ফলে একাউন্ট কানেকটেড প্রমাণিত হয়। এই সমস্ত কাজে বেশিরভাগ বাংলাদেশী বাউন্টি হান্টাররা জড়িত থাকা আমাদের বাংলাদেশী ইউজারদের দুর্নাম হয়ে যায় এবং বিভিন্ন জায়গায় আমাদের অ্যাকাউন্ট ফার্মিং ও মেরিট ফার্মিং হিসেবে দোষী সাব্যস্ত করা হয়।
আমি আপনাদের অনুরোধ করছি বাংলাদেশে এরকম কানেক্টেড একাউন্ট নিয়ে এসে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবেন না।