Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bd officer
on 04/08/2023, 11:43:36 UTC
কাট~
আপনি উপরে পোস্টটিতে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন sj13 একাউন্ট কানেক্টেড হওয়ার কারনে নেগেটিভ ট্যাগ খেয়েছেন। আপনার একাউন্ট এর সেম একি অবস্থা আপনার Queen707 ও Kraps712 এই দুই একাউন্ট এর সাথে কানেক্টেড রয়েছেন। আপনি ২ একাউন্টে একই এড্রেস ব্যবহার করেছেন। আপনি এই বাংলা থ্রেডে পোস্ট করলে হয়তো কেউ সহজে রিপোর্ট করবে না নেগেটিভ ট্যাগ সহজে খাবেন না, কিন্তু আপনি আপনার এই একাউন্টটি নিয়ে যখনই গ্লোবালে যাবেন তখনই আপনার অ্যাকাউন্ট গ্লোবালে সিনিয়র সদস্যরা সার্চ করে দেখবে। তখনি এই তথ্য পেয়ে যাবে এবং নেগেটিভ ট্যাগ দিয়ে দিবে।

ninjastic.space থেকে তথ্য নেওয়া হয়েছে।

এমনিতেই আমাদের বাঙালি কোন ইউজারকে গ্লোবালে কেউ দেখতে পারে না। আর আমাদের তো বাংলা থ্রেডের দুর্নাম ছড়িয়ে আছে। ভাই কেনো এই ধরনের ভুল করেন। আপনি বাউন্টি করেন বাউন্টি সেকশনে থাকতেন। কোন সিনিয়র ইউজারের নজরে পড়লে আপনাকে নেগেটিভ ট্যাগ দিয়ে দিবেন।