নিশ্চয়ই MTFE সম্পর্কে শুনেছেন যেটা একটি এমএলএম সাইট অর্থাৎ একজনের পেমেন্ট আর একজনকে দিবে এভাবে রেফারের মাধ্যমে সংখ্যা বাড়াবে আর অদূর ভবিষ্যতে স্ক্যাম করবে। ঠিক তেমনি কিন্তু নতুন উপায়ে স্ক্যামার রা তৈরি করেছে আরো একটি এমএলএম সাইট কিন্তু নাম দিয়েছে ডিসেন্ট্রালাইজড
ভাই এইসব সম্পূর্ণ স্ক্যাম সাইট, এসব সাইটে আপনার টাকায় আপনাকে দেয়া হয়। পিরামিড স্কিম এর মতো। আপনি টাকা ভরবেন, তারপর আয় বাড়ানোর জন্য রেফার করবেন, আবার যাকে রেফার করছেন সে আবার টাকা ভরবে, সেও রেফার করবে তার পরিচিতদের। এভাবে চেইনবিক্রিয়ার মতো এটা ঘটতেই থাকবে ঘটতেই থাকবে যতদিন না এই কোম্পানি যথেষ্ট মুনাফা না করে। তারপর হঠাৎ একদিন দেখবেন সাইট নাই। তারপর কিছুদিন পর আবার নতুন নামে নতুন সাইট আনবে।
আবার এক পরিচিত লোক MTFE নামক সাইটে কাজ করে। বেশ মোটা অংকের টাকা সে ইনভেস্ট করেছে। প্রায়ই দেখি সে ফেসবুকে ডে/স্টরি দেয় তাদের বিভিন্ন মিটিং/সভা। নানা ভাবে প্রমোট করে সবাই কে দেখায়। তাকে অনেকবার মানা করার পরেও সে এটা নিয়ে পরে আসে। যাই হোক মারা যখন খাবে তখন আমার কথা মনে পরবে।
অনলাইনে টাকা কামানো যদি এতো সহজ হতো তাহলে যেকোনো কেউ হাজার হাজার টাকা কামাতো। একটা সাইটে টাকা ভরবো, শ খানেক রেফার করবো, কমিশন পাবো আর লাখপতি হবো তাহলে হলেই হতো। কিন্তু এমন চিন্তা করাটাই বোকামি। যেখানেই দেখবেন অনেক মুনাফা অনেক প্রমোশন সেখানেই কিছু একটা ঘাবলা আছে।