আমি আপনাদের অনুরোধ করছি বাংলাদেশে এরকম কানেক্টেড একাউন্ট নিয়ে এসে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবেন না।
আপনি কাউকে এইভাবে পোস্ট না করার জন্য বলতে পারেন না। তাছাড়া একজন মানুষ যদি এইখানে নেগেটিভ ট্রাস্ট খায়, তাহলে সেটা তোলার জন্য হলেও তার উচিত ফোরামে অবদান রাখা। তাহলে যারা নেগেটিভ ট্রাস্ট দিবে তারা ক্ষমা করে ট্রাস্ট উইথড্র করতে পারে।
ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং কি হালাল?
এইটা অনেক বিতর্কিত একটা বিষয়। একটা বিটকয়েন সম্পর্কিত গ্রুপে এডমিন হওয়ার সুবাধে প্রায়ই এই ধরনের পোস্ট পেয়ে থাকি।
যাই হোক, জাকির নায়েককে আমরা অনেকেই চিনি এবং তার ধর্মীয় জ্ঞান কতটা উচু লেভেলের সে কথাও আমরা মোটামুটি জানি। জাকির নায়েক বলেছেন, স্পট ট্রেডিং হালাল কিন্তু ফিউচার ট্রেডিং হারাম। কেন? সেটার জন্য অনেক আলোচনা রয়েছে। দেখে নিতে পারেন-
https://www.youtube.com/watch?v=ROPivnxOXSUএইটা ফরেক্সের আলোকে কিন্তু একই ব্যাপার।
২০২১ সালের শেষ এ অথবা ২০২২ এর দিকে আমার এক পরিচিত বড় ভাই বিটকানেক্ট এ ইনভেষ্ট করার জন্য বলেছিলো।
বিটকানেক্ট ২০১৮ সালের দিকে ফল করছে। এইটা স্ক্যাম প্রজেক্ট ছিল কিন্তু লোভের বশবর্তী হয়ে অনেকেই বিনিয়োগ করছে। ২০২১/২২ সালে তো এইটাতে বিনিয়োগ পাগলেও করবে না ভাই। এইটার অস্তিত্ব আছে কিনা সেটাই তো সন্দিহান।
আমি MTFE অ্যাকাউন্ট করার আগে অবশ্য Little Mouse ভাইয়ের পরামর্শ গ্রহণ করেছিলাম তিনি আমাকে বারবার এই প্রজেক্ট স্ক্যাম এই প্রজেক্ট যে কোন সময় ভেগে যেতে পারে এই ব্যাপারে সতর্ক করে দিয়েছিলে কিন্তু আমার নিজের পক্ষ থেকে রিক্স নিয়েই একাউন্ট করে ফেলেছি দেখি কতদূর থাকে আর কি। বাকিটা আল্লাহ ভালো জানে।
ওরা যতদিন অন্যান্য মানুষের টাকা দিয়ে ট্রেডিং করে কিংবা অন্য যে কোন মাধ্যমে লাভবান হয়ে পারবে ততদিন মানুষকে লাভ দিবে। যখনই দেখবে তারা লাভ করতে পারছে না তখনই সময় বুঝে তারা কেটে পরবে।