Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 05/08/2023, 14:35:19 UTC
আপনি কাউকে এইভাবে পোস্ট না করার জন্য বলতে পারেন না। তাছাড়া একজন মানুষ যদি এইখানে নেগেটিভ ট্রাস্ট খায়, তাহলে সেটা তোলার জন্য হলেও তার উচিত ফোরামে অবদান রাখা। তাহলে যারা নেগেটিভ ট্রাস্ট দিবে তারা ক্ষমা করে ট্রাস্ট উইথড্র করতে পারে।
এটা অনেকটা ডিপেন্ড করে থাকে মানুষটা কি কারনে ট্যাগ খেয়েছে। কিছু কিছু ট্যাগ আছে যেগুলো আসলে ফোরামের অনেক মেম্বার রা রিভার্স করে না। আবার কিছু ফোরাম মেম্বার ই আছে সিলি মেটার এ ট্যাগ মেরে বসে থাকে। আপনি তাকে কোনো ভাবেই কনভিন্স করতে পারবেন না। তবে এটা সত্যি আমরা কাউকে পোষ্ট না করার জন্য বলতে পারি না।

২০২১ সালের শেষ এ অথবা ২০২২ এর দিকে আমার এক পরিচিত বড় ভাই বিটকানেক্ট এ ইনভেষ্ট করার জন্য বলেছিলো।
বিটকানেক্ট ২০১৮ সালের দিকে ফল করছে। এইটা স্ক্যাম প্রজেক্ট ছিল কিন্তু লোভের বশবর্তী হয়ে অনেকেই বিনিয়োগ করছে। ২০২১/২২ সালে তো এইটাতে বিনিয়োগ পাগলেও করবে না ভাই। এইটার অস্তিত্ব আছে কিনা সেটাই তো সন্দিহান।
সেই বড় ভাই তখন মাত্র নতুন ক্রিপ্টোতে ঢুকেছে। তবে বেশি টাকা পয়সা ওয়ালা মানুষ নতুন নতুন মার্কেট এ ঢুকলে যে অনেক বিপদে পড়ে, সেটা ওনাকে দেখেই বুঝেছি। ধনি মানুষ, মিরপুরে বাড়ি আছে, এরকম কয়েক হাজার ডলার গেলে ওনার কিছুই হবে না। আর সময়ের ব্যাপারটা বলবো, আমি এর আগে বিটকানেক্ট এর নাম ই শুনি নাই। উনি আমাকে বললো যে উনি ইনভেষ্ট করছে, আমি করবো কি না। যেহেতু আমার কাছে ডলার নাই, আমি এই প্রজেক্ট নিয়ে ঘেটেও দেখি নাই।