Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bitcoin_people
on 06/08/2023, 13:29:31 UTC

যদিও এখানে কোন রেফারেল লিংক বা এয়ারড্রোব লিংক শেয়ার করা উচিত হচ্ছে না তবুও এই এয়ার্ডপের সত্যতা ঠিক আছে কিনা সেটা জানতে আমি এই অ্যায়ারডোবটি শেয়ার করছি। আজকে একটি গ্রুপে আমি এই এয়ার্ডোপের লিংক পাই এবং সেখান থেকে আমি ক্লিক করে নিজে নিজেই একাউন্টটি করার চেষ্টা করেছি এবং সফল হয়েছি। একাউন্ট করার পর আমাকে তারা ৫১৫ টি টোকেন দিয়েছে যেখানে ৫০০ টোকেন স্ট্যাকিং করা আছে। আপনারা বিষয়টি একটু যাচাই করে দেখুন।

আমি সাধারনত এসব এয়ারড্রপে জয়েন করি না। তবে গতকাল দেখলাম এই এয়ারড্রপ টা পেমেন্ট দিচ্ছে। কেউ যদি জয়েন করে থাকেন, তাহলে ফান্ড উইথড্র দিতে পারবেন। ফ্রি মানি পেতে তো সবারই ভালো লাগে। হাজারে ২-৪ টা এয়ারড্রপ পেমেন্ট করে। এটাও পেমেন্ট করতেছে আপাতত, তবে যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।
ভাইয়া আমার রেফার লিংক থেকে হয়তো বেশ কয়েকজন একাউন্ট করেছে এবং তারা হয়তো কিছু টোকেন ক্রয় করেছে ফলে আমি কিছু কমিশন পেয়েছি এবং ৪৪ ডলার দিয়ে আমিও বিনিয়োগ করেছি। আমি বেশ কয়েকবার আমার বিনান্স (Binance) একাউন্টে উইড্র করেছি। প্রতিদিন একটি স্টাকিং বোনাস দেয় এবং সেই বোনাস টোকেন গুলো ০.০০৩৩ প্রাইস রেটে তারা ক্রয় করে এবং কিছু সময় পর তারা বাইনান্স একাউন্টে বিক্রি করা ডলার দিয়ে দেয়। জানিনা এটা কতদিন চলবে তবু যদি ইনভেস্টমেন্ট করা টাকা উঠে আসে তাহলে স্টেকিং শেষ হলে আমি ক্রয় করা টোকেন বিক্রি করে দেব।


আসলে আমিও এই একাউন্টটি করেছি এবং এখানে $100 ডলার সমপরিমাণ আমি বিনিয়োগ করেছি প্রতিদিন আমার $2.54 করে পাই এবং সেটি সঙ্গে সঙ্গে উইদ্র দেই সেটি Binance এ সরাসরি চলে আসে। এটি মূলত রেফার কমিশন পাওয়া যায় যদি আপনার রেফার থেকে কাউকে রেফার দেন সে যদি বিনিয়োগ করে তবেই আপনি কমিশন পাবেন তাছাড়া পাবেন না। আর এই টোকেনটি বাই ব্যাক করে যেহেতু স্টাকিং করলে প্রতিদিন যে পরিমাণ আপনি এখানে বিনিয়োগ করবেন সেই অনুযায়ী আপনাকে স্টাকিং বোনাস দিবে। তবে আমরা যখন এই টোকেনটি সেল করি তখন এর দাম আমাদেরকে কমিয়ে দেয় , যেখানে আমরা বাই করলে $0.004 করে কিনতে হয় কিন্তু যখন বিক্রি করি তখন তারা $0.0033 করে দেয়। এই টোকেনটি তাদের 70% Earn করা হলে হয়তো এক্সচেঞ্জ লিস্ট করবে তবে বর্তমানে 35% এর কাছাকাছি হয়েছে। যদিও এটি বর্তমানে অনেক লোকের এখানে স্ট্যাকিং করছে এবং প্রতিদিন ভালো পরিমাণ টোকেন বিনিয়োগ করা হচ্ছে দেখা যাক তারা তাদের প্রজেক্টে কত দূর নিয়ে যেতে পারে।