ই-অরেন্জ এর ব্যাপার টা সঠিক জানি না। তবে এস পি সি যে কোম্পানি টা মাশরাফির সাথে চুক্তি করেছিলো, তারা মাশরাফিকে কোনো টাকা দেয় নি। তারা বলেছিলো মাশরাফির নড়াইল এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে সিসি ক্যামেরা লাগিয়ে দেবে। আর এতেই মাশরাফি রাজি হয়েছে ব্রান্ড এম্বাসেডর হতে। মাশরাফি কি ই-অরেন্জ এর ব্রান্ড এম্বাসেডর ছিলো?
ওই সময় বিভিন্ন অনলাইন মিডিয়াগুলোতে ই অরেঞ্জ এর ব্যাপারে মাশরাফির এই এম্বাসিডরের বিষয়গুলো প্রচার করেছিল। তবে ভিতরে ভিতরে কি ঘটেছে জানিনা তবে মাশরাফি e orange ব্যাপারে যথেষ্ট আগ্রহি ছিলেন। এই সকল বিষয় নিয়ে মাশরাফি অনেক কথাবার্তা বলেছে যা নথিপত্রে এখন আপনারা অনলাইনে পাবেন। ই অরেন্জজের অনেক গ্রাহকেরা মাশরাফির বাড়ি পর্যন্ত ঘেরাও করতে প্লান করেছিল। অবশ্য মাশরাফি বিন মর্তুজা এই ব্যাপারটা বুঝে গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন। আপনি যদি এই বিষয়ে সার্চ দিতে যান তাহলে হাজার হাজার প্রমাণপত্র পেয়ে যাবেন। একটি প্রমাণ আপাতত আপনাদের উদ্দেশ্যে দিয়ে দিলাম।
https://fb.watch/mftylnfrpl/?mibextid=Nif5oz