Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
DYING_S0UL
on 07/08/2023, 13:07:20 UTC
MTFE ১০০০% স্ক্যাম করবে, আমি এই ফোরামে লিখে দিলাম যেটা পোষ্ট করার সাথে সাথে আরকাইভ হয়ে যাবে। সেদিন আমি আবার আমার এই পোষট টি কোট করে আপনাদের বলবো। ভাই, দুনিয়ায় কেউ আপনাকে এমনি এমনি টাকা দিবে না। কোনো কাজ ছাড়া শুধু ইনভেষ্ট করে ইনকাম করা গেলে তো ভালোই ছিলো।



এইযে ভাই দেখেন এরা একেবারে ওপেনলি সভা সমাবেশ করে যাচ্ছে। এর বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ করার কি কোনো লিগালিটি নাই? দেখেই বোঝা যাচ্ছে সবই Ponzi স্কিম। E-Orange, E Movie Ticket এসব এমএলএম সাইট থেকে কবে শিক্ষা নিবে এরা?

ছবিটা আমার এক পরিচিত বড় ভাইয়ের ফেসবুক থেকে নেয়া। তাকে এর সম্পর্কে জানালাম, সবরকম তথ্য প্রমান লিংক দেখালাম। কে শোনে কার কথা। বলদটা নিজের পায়েই নিজে কুড়াল মারবে।