Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 07/08/2023, 13:15:43 UTC
এইযে ভাই দেখেন এরা একেবারে ওপেনলি সভা সমাবেশ করে যাচ্ছে। এর বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ করার কি কোনো লিগালিটি নাই? দেখেই বোঝা যাচ্ছে সবই Ponzi স্কিম। E-Orange, E Movie Ticket এসব এমএলএম সাইট থেকে কবে শিক্ষা নিবে এরা?

ছবিটা আমার এক পরিচিত বড় ভাইয়ের ফেসবুক থেকে নেয়া। তাকে এর সম্পর্কে জানালাম, সবরকম তথ্য প্রমান লিংক দেখালাম। কে শোনে কার কথা। বলদটা নিজের পায়েই নিজে কুড়াল মারবে।

অবশ্যই আছে। তবে তার জন্য আপনাকে ব্যাপারটা প্রশাসন কে জানাতে হবে। প্রশাসনের কাছে কেউ যদি অভিযোগ না করে বা প্রশাসন তাদের কার্যক্রম সম্পর্কে না জানে, তাহলে প্রশাসন কিভাবে ব্যাবস্থা নিবে বলেন? আমার এলাকায় এটার বিস্তার এখনো শুরু হয়নি। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সি-আই ডি তে অভিযোগ করবো। যে কোনো ধরনের এম এল এম বিজনেস বাংলাদেশে অবৈধ। মানুষকে ধোকা দিয়ে হাজার কোটি টাকা নিয়ে পালাবে এরা। আমরা কেনো এসব বুঝতে পারি না? আমরা কেনো এসবে ইনভেষ্ট করি? লোভ কন্ট্রোল করা আসলেই কষ্টসাধ্য ব্যাপার। তবে যারা এসবে ইনভেষ্ট করে ধোকা খাবে, তাদের জন্য আমার কোনো সহানুভুতি থাকবে না। কেউ যদি একবার ধোকা খেয়ে শিক্ষা না নেয়, সে হাজারবার ধোকা খেলেও শিক্ষা নিবে না।