প্রাণের বড় ভাইয়েরা, আমি এখানে আমার মেরিট বাড়ানোর জন্য অনেক পরিশ্রম করছি কিন্তু আমি কিছুতেই সফল হতে পারছি না। তাই আপনাদের অভিজ্ঞতা থেকে আমাকে কিছু টিপস দিন যাতে আমি আমার মেরিট বাড়াতে পারি।
১১ টা পোস্ট করে আপনি কয় হাজার মেরিট আশা করেন? যদি মেরিটের পেছনে ভাগেন তাহলে জীবনেও একটা মেরিট পাবেন না, লিখে রাখেন। যোগ্য হন, এই ফোরাম থেকে জ্ঞান অর্জন করুন, মান সম্মত পোস্ট করুন। মোট কথা শেখার আগ্রহ থাকতে হবে নয়তো জীবনে কিছু করতে পারবেন না। মেরিট কোনো খেলনা না যে চাইলাম আর পেয়ে গেলাম। লেগে থাকুন, ফোরামে সময় দিন, ফোরামের রুলস মেনে চলুন দেখবেন মেরিট ইমনিই আসবে।
যেহেতু আপনি নতুন তাই আপনার জন্য সবথেকে ভালো হয় @BitCoinDream ভাইয়ের পোস্টগুলে ভালোভাবে পড়ে নেয়া। উপরে পোস্ট লিংক কোট করে দিলাম। আশা করি কোনো সমস্যা হবে না। আর যদি কখনো কোনো প্রশ্ন/কনফিউশন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন।