Bounty Signature Campaign এ কীভাবে কাজ করতে হয় এ সম্পর্কে কারও জানা থাকলে আমাকে জানাবেন প্লিজ।
আরে ভাই বাউন্টি সিগনেচার ক্যাম্পেইন ও Bitcoin পেয়িং সিগনেচার ক্যাম্পেইন একই রকম। এর জন্য আপনাকে আগে একাউন্টের যোগ্যতা অর্জন করতে হবে। অনেক ম্যানেজার আছে বাউন্টি সিগনেচার ক্যাম্পেইনের এর জন্য ন্যূনতম ফুল মেম্বার পদমর্যাদা নিয়োগ দিয়ে থাকেন।
ভাই আমার একটা প্রশ্ন ছিলো। বিটকয়েনটকে তো স্ক্যাম প্রজেক্ট, সাইট ইত্যাদি প্রমোট করা নিষিদ্ধ আমি যতোদূর জানি। এর আমরা যখন বাউন্টি সিগনেচার করি তখন তো একটা কোম্পানি কে রিপ্রেজেন্ট করে থাকি। কোনো কারণবশত যদি কোম্পানি টি বেআইনি বা স্ক্যাম হয়ে থাকে অথবা মেনেজারাও খারাপ হয়ে থাকে (কথার কথা)। সেক্ষেত্রে করণীয় কি? আমার আ্যাকাউন্টে তো তখনো তাদের সিগনেচার ঝুলতেছে।
এগুলো আসলে ড্রিম। কখনো এগুলো এচিভ করতে পারলে ভালো লাগবে। তবে আমার র্যাংক আপ করার পেছনে আমার লোকাল থ্রেড এর অবদান সবচাইতে বেশি। আমি যতোগুলো পোস্ট করেছি, তার প্রায় ৩৩% পোস্ট আমার লোকাল থ্রেড এ আর সব চাইতে বেশি মেরিট ও আমি এখান থেকেই পেয়েছি। সুতরাং আপনাদের সবাইকে ছাড়া এটা সম্ভব হতো না। সবার কাছে কৃতজ্ঞতা!
Congratulations
learn Bitcoin ভাইয়া। আপনার জন্য দোয়া রইলো যেনো আপনিও অন্যদের মতো লেজেন্ডারি রাঙ্কের মেম্বার হতে পারে। আর আমাদের জন্যও দোয়া রাইখেন। এখনো অনেক কিছু শেখার বাকি আপনাদের কাছ থেকে। আশা করি ভবিষ্যতে সাহায্য করবেন।