Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Tiger420
on 09/08/2023, 17:49:25 UTC
Bounty Signature Campaign এ কীভাবে কাজ করতে হয় এ সম্পর্কে কারও জানা থাকলে আমাকে জানাবেন প্লিজ।
আরে ভাই বাউন্টি সিগনেচার ক্যাম্পেইন ও Bitcoin পেয়িং সিগনেচার ক্যাম্পেইন একই রকম। এর জন্য আপনাকে আগে একাউন্টের যোগ্যতা অর্জন করতে হবে। অনেক ম্যানেজার আছে বাউন্টি সিগনেচার ক্যাম্পেইনের এর জন্য ন্যূনতম ফুল মেম্বার পদমর্যাদা নিয়োগ দিয়ে থাকেন। এক্ষেত্রে ফুল মেম্বাররা ওই সকল সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হওয়ার সুযোগ পায়।
যেহেতু আপনি জুনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করেছেন সেক্ষেত্রে  আপনি অনেক বাউন্টি সিগনেচার ক্যাম্পিইনে কাজ করতে পারবেন।
আপনি আপনার রেংক এর জন্য বাউনটি প্রথম পেজে সিগনেচার কোড পাবেন এবং সেই কোড কপি করে আপনার প্রোফাইলের সিগনেচার এলাউ সেকশনে বসিয়ে সিগনেচার ধারণ করতে হবে। কিন্তু আপনি ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করতে পারেননি সে ক্ষেত্রে আপনার অ্যাবাটার নেওয়ার কোন প্রয়োজন নেই।

বুঝানোর সুবিধার জন্য আমি julerz12 ম্যানেজ করা একটি বাউনটি প্রজেক্টের জুনিয়র মেম্বারের সিগনেচার কোড কিভাবে ধারণ করতে হয় সে বিষয়ে তুলে ধরলাম।
প্রথমে আপনি আপনার যে রেঙ্ক সেই রেঙ্কের সিগনেচার কোড কপি (১) করে নেবেন এবং সেই কপি করা সিগনেচার কোড( ২) দেওয়া Forum profile information ক্লিক করে প্রবেশ করবেন এবং ( ৩) সিগনেচার কোড বসানোর স্পেসে আপনার কপি করা সিগনেচার কোড বসিয়ে(৪) Change profile ক্লিককরে সেভ দেবেন। এভাবে আপনি যদি সিগনেচার কোড বসান তাহলে আপনার সিগনেচার ক্যাম্পেইনের প্রথম অংশ হয়ে গেল। তারপর পোস্ট দেওয়া বা না দেওয়া সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়।

৩ এ উল্লেখ করা সিগনেচার স্পেসে আমার duelbit সিগনেচার ক্যাম্পেইনের কোড বসানো আছে। আপাতত আপনার ক্ষেত্রে ঐ স্পেসে খালি থাকবে।










পোস্ট দেওয়ার কিছু নিয়ম-কানুন

আপনাকে সপ্তাহে কয়টি পোস্ট করতে হবে সেটা আপনার বাউনটি ম্যানেজার থ্রেডে উল্লেখ করে দেবেন। সেই অনুযায়ী আপনি আপনার পোস্ট কমপ্লিট করবেন।
আপনি আপনার পোস্ট কোটা এক বা দুই দিনে কমপ্লিট করবেন না বরং সপ্তাহে ন্যূনতম পাঁচ দিনে কমপ্লিট করার চেষ্টা করবেন।
আপনি পোস্ট করার সময় একনাগারে পোস্ট করবেন না বরং পোস্ট গ্যাপ বজায় রাখবেন। অনেক ম্যানেজার একনাগারে পোস্ট করলে ব্রাস্ট পোস্টিং হিসেবে পেমেন্ট বঞ্চিত হতে পারেন।
পোস্ট করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে তা হলো আপনি কখনো আপনার পোস্ট AI করবেন না কেননা এআই করলে আপনার অ্যাকাউন্ট ব্যান্ খাওয়ার সম্ভাবনা থাকবে।
অন্যের পোস্ট কপি করে পোস্ট করার চেষ্টা করবেন না। অন্যের পোস্ট কপি করলে আপনার একাউন্ট ব্যান খাওয়ার সম্ভাবনা থাকবে।
পোস্ট করার সময় খেয়াল করবেন আপনার বাউনটি ম্যানেজার ন্যূনতম কতটি ক্যারেক্টার বিশিষ্ট পোস্ট করতে বলেছে। আপনার পোস্ট যাতে আপনার বাউনটি ম্যানেজার দেওয়া ইন্সট্রাকশন মত হয় সেই ব্যাপারে খেয়াল করবেন।


আচ্ছা ভাই আমি এখানে দুইটা জিনিস বুঝতে পারলাম না।
প্রথমটা হচ্ছে AI কী আর দ্বিতীয়টা হচ্ছে পোস্টগুলো কোথায় পোস্ট করব।