Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Gulttam2a2
on 10/08/2023, 07:52:50 UTC
আপনাকে অনেক ধন্যবাদ। ফোরামে পোষ্ট না করার বিশেষ কোনো কারন আছে কি?
ফোরামে পোস্ট না করার পিছনে বিশেষ কোন কারণ নেই ভাই। আসলে পোস্ট না করার পিছনে একটি মজার কারণ রয়েছে। কোন বিষয় নিয়ে পোস্ট করতে গেলে দেখা যায় ফোরামের অন্য সদস্য সে বিষয়ে পোস্ট দিয়ে ফেলেছে বিষয়টা খুবই হাস্যকর। তাই পরে বুঝে উঠতে পারি না যে কি বিষয় নিয়ে পোস্ট দিব। আবার একটি উপকারী দিকও আছে আপনাদের মত সিনিয়র মেম্বাররা যখন নতুন মেম্বারদের সমস্যা পোস্টের মাধ্যমে সমাধান করে দেন তখন আমি সেগুলো পরে আমার সমস্যার সমাধান করে ফেলি। আর যেগুলো বিষয় নিয়ে একটু সমস্যার সম্মুখীন হই সেগুলো নিয়েও এই বাংলা লোকাল থ্রেডে আলোচনা করা হয় এর জন্য বেশি পোস্ট করি না। তবে এখন থেকে বাংলা লোকাল থ্রেডে নিয়মিত পোস্ট এবং একটিভ থাকার চেষ্টা করব।