হ্যা ভাইয়া আমি ঐটা নিয়েই একটু কনফিউজড ছিলাম। কেউই তো জানবে না যতক্ষণ না প্রজেক্টটা স্ক্যাম করে। আর অন্য কেউ না দেখলেও ডিটি মেম্বাররা তো রেগুলার মনিটর/চেক করে কোথাও কোনো স্ক্যাম প্রমোট হচ্ছে কিনা। নেগেটিভ ট্যাস্ট আর ফিডব্যাক খাওয়া নিয়ে একটু চিন্তায় ছিলাম। যেহেতু বল্লেন চিন্তার তেমন কিছু নেই তাই আর কথা বাড়ালাম না। BTW আবারো স্বাগতম Sr. Member এ রাঙ্ক আপ হওয়ায়।

যদিও কোনো প্রজেক্ট দেখতে স্ক্যাম এরমতো মনে হয়, সেগুরো তে জয়েন করবেন না। তাছাড়া কিছু অভিয়াস জিসি আছে যেমন পন্জি স্কিম, এম এল এম, এসব কিন্তু ফোরামে স্প্রিডিং করা যাবে না। এগুলোর লিংক শেয়ার করলে নেগেটিভ ট্যাগ খেতে পারেন। এগুলো শেয়ার করলে কেউ বসে থাকবে না যে সেটা স্ক্যাম প্রজেক্ট ছিলো কি না। সবাই ধরেই নেয় যে এসব প্রজেক্ট স্ক্যাম। কারন আমার মনে হয় না এরকম কোনো প্রজেক্ট লং লাস্টিং ছিলো।
Bc.games একটি কেলেঙ্কারী এটি ব্যবহার করবেন না।
যেই জিনিস টা জানেন না, সেটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো মানে হয় না। Bc.games থ্রেড এ আমি আপনার পোষ্ট দেখলাম। যে JB Coin কয়েন এর জন্য আপনি তাদের কে স্ক্যাম সাইট বলছেন কারন আপনি JB Coin উইথড্র করতে পারছেন না, সে কয়েন এর কোনো ব্লকচেইন ই নাই। এটার কোনো ভ্যালুও নাই। এটা হচ্ছে Bc.games এর একটা টোকেন মানি যেটা দিয়ে প্লেয়ার রা গেমস গুলো চেক করে থাকে।
@Learn Bitcoin অভিনন্দন ভাই আপনাকে সিনিয়র মেম্বারের পদ অর্জন করার জন্য। আপনি বাংলা লোকাল থ্রেডের একজন একটিভ মেম্বার। আমি কোন পোস্ট করি না ঠিকই কিন্তু আপনার প্রায়ই পোস্টই আমি দেখি যেগুলো গুণগত পোস্ট হয় এজন্যই আপনি অল্প সময়ের মধ্যে সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করেছেন। দুয়া করি ভাই আপনি ভবিষ্যতে এর থেকে আরও বড় পদ অর্জন করবেন। আপনার কাছে থেকে আমার মত ছোট ইউজারদের শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে ধৈর্য ধরে থাকলে এবং গুনগত মানের পোস্ট করলে একদিন বড় হওয়া যায়। আবারও আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা।
আপনাকে অনেক ধন্যবাদ। ফোরামে পোষ্ট না করার বিশেষ কোনো কারন আছে কি?