Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 2 users
Re: বাংলাদেশ (Bengali)
by
2Pizza410000BTC
on 12/08/2023, 14:01:29 UTC
⭐ Merited by Mr.corol (1) ,Gulttam2a2 (1)

সঞ্চয়ী ও সাশ্রয়ী মনোভাব আমাদের সকলেরই থাকা উচিত কেননা আমরা যারা বেকার জীবন যাপন করছি ও অল্প বেতনে বিভিন্ন বেসরকারি ফার্মে ও প্রতিষ্ঠানে কর্মরত তাদের তো জীবনে বড় কিছু করার সম্ভাবনা নেই। যারা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছে তারা সরকারের বিভিন্ন প্রণোদনা ও রিটারমেন্ট অবসর ভাতা পান। কিন্তু আমাদের বুড়ো বয়সে গিয়ে আমরা কি করে খাব সেই চিন্তাতেই অস্থির হয়ে পড়ি। এক্ষেত্রে আমাদের সঞ্চয় ছাড়া অন্য কোন উপায় নেই। আমরা সপ্তাহ শেষে বা মাস শেষে যে পরিমাণ টাকা খরচ শেষে অবশিষ্ট থাকে সেগুলো অহেতুক খরচ না করে একটু একটু জমিয়ে সঞ্চয় করা অবশ্যই উচিত।[