যারা আসলে অনলাইনে নতুন তারাই এইসব যায়গায় ইনভেস্ট করে আর কিছু না বুইঝা বড় বড় কথা কয় আর রেফার করার নিগা বন্ধুবান্ধবদের ভূগোল বুঝ বুঝায়।
একমত হতে পারলাম না। বাংলাদেশে এই ধরনের স্ক্যাম প্রজেক্ট নতুন নয়। ২০০৯/১০ সালের দিকে ডোল্যান্সার হিউজ এমাউন্ট নিয়ে পালিয়েছে। এছাড়াও, অনেক পঞ্জি স্কিম এসেছে। অনেকেই অনেক টাকা হারিয়েছে। প্রতিনিয়ত নতুন সাইট আসছে এবং মানুষ বিনিয়োগ করে ধরা খাচ্ছে। এইটা যেমন একটা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, ঠিক তেমনি একটা ব্যাপার লক্ষ করলাম যে এইখানে যারা বিনিয়োগ করে তারাও কিন্তু ধোকা খাওয়ার পর সরে যায় না। লস খায়, নতুন প্রজেক্ট আসে, আশায় বুক ভরে যায় এবং বিনিয়োগ করে আবার ধরা খায়। এই সাইকেলটা চলতে থাকতে এবং সাইকেলের মানুষগুলোও বেশিরভাগ সময় একই। যারা আগে অন্য প্রজেক্টে বিনিয়োগ করেছে, তারাই আবার নতুন প্রজেক্টগুলোতে বিনিয়োগ করছে।
যাই হোক, MTFE বিশাল স্ক্যাম ছিল। তারা অনেকদিন সক্রিয় ছিল। সম্ভবত ৭/৮ তারিখ থেকে তারা পেমেন্ট করছে না। একইসাথে, ফোরামে একটা মিক্সারও প্রায় ক্লোজ একটা ডেটে ভাগছে। কোন যোগ আছে নাকি? নিজেরা মানি লন্ডারিং এর জন্যেই এই সাইট শুরু করেছে? মেবি MTFE এর ফান্ডই।