Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
shasan
on 19/08/2023, 02:02:02 UTC
একটি দুঃখের বিষয় হচ্ছে আমি ৫৩০ ডলার বিনিয়োগ করার পর কয়েকদিনে প্রফিট আসে প্রায় ৫৮৪ ডলারের মত হয়। কিন্তু কোম্পানি আমাকে এখন ৭৩০ ডলারের ঋণ দেখিয়েছে।
আসসালামু আলাইকুম। কেমন আছেন? যদিও জানি আপনি বিশাল পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছেন। গতকাল শুনলাম একজন এই সাইট থেকে পেমেন্ট পেয়েছে। সে কিছুদিন আগে উইড্র দিয়েছিল। আসলে এ ধরনের স্যাম বিজনেস ডেসটিনিসহ আরো কিছু কোম্পানি অনেক আগে থেকেই শুরু করেছিল হয়তো সেটা ২০০০ সালের দিকে বা তারও আগে এখনো চলছে আরও আসবে এবং এভাবেই চলে যাবে।