Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
LDL
on 18/08/2023, 23:56:16 UTC
যারা আসলে অনলাইনে নতুন তারাই এইসব যায়গায় ইনভেস্ট করে আর কিছু না বুইঝা বড় বড় কথা কয় আর রেফার করার নিগা বন্ধুবান্ধবদের ভূগোল বুঝ বুঝায়।
একমত হতে পারলাম না। বাংলাদেশে এই ধরনের স্ক্যাম প্রজেক্ট নতুন নয়। ২০০৯/১০ সালের দিকে ডোল্যান্সার হিউজ এমাউন্ট নিয়ে পালিয়েছে। এছাড়াও, অনেক পঞ্জি স্কিম এসেছে। অনেকেই অনেক টাকা হারিয়েছে। প্রতিনিয়ত নতুন সাইট আসছে এবং মানুষ বিনিয়োগ করে ধরা খাচ্ছে। এইটা যেমন একটা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, ঠিক তেমনি একটা ব্যাপার লক্ষ করলাম যে এইখানে যারা বিনিয়োগ করে তারাও কিন্তু ধোকা খাওয়ার পর সরে যায় না। লস খায়, নতুন প্রজেক্ট আসে, আশায় বুক ভরে যায় এবং বিনিয়োগ করে আবার ধরা খায়। এই সাইকেলটা চলতে থাকতে এবং সাইকেলের মানুষগুলোও বেশিরভাগ সময় একই। যারা আগে অন্য প্রজেক্টে বিনিয়োগ করেছে, তারাই আবার নতুন প্রজেক্টগুলোতে বিনিয়োগ করছে।
যাই হোক, MTFE বিশাল স্ক্যাম ছিল। তারা অনেকদিন সক্রিয় ছিল। সম্ভবত ৭/৮ তারিখ থেকে তারা পেমেন্ট করছে না। একইসাথে, ফোরামে একটা মিক্সারও প্রায় ক্লোজ একটা ডেটে ভাগছে। কোন যোগ আছে নাকি? নিজেরা মানি লন্ডারিং এর জন্যেই এই সাইট শুরু করেছে? মেবি MTFE এর ফান্ডই।
কইলে মা মাইর খায়, না কইলে বাবা ব্যাং রান্না খায়।

উপরের প্রবাদের পরিস্থিতি আমার জীবনে ঘটেছে। কারো প্ররোচনায় নয় বরং আত্ম কৌতুহল থেকে আমি MTFE তে বিনিয়োগ করি। এই চলতি মাসের ১ তারিখে আমি Shasan ভাইয়ের কাছ থেকে ২১০ ডলার লোন নিয়ে বিনিয়োগ করি তারপর নিজের কাছে থাকা 321 ডলার বিটকয়েন বিক্রি করে 501 ডলারের লেভেল নেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি আজ পর্যন্ত একটি টাকাও উঠাতে পারি নাই। এই ইস্কাম থেকে একটা জিনিস শিক্ষা গ্রহণ করেছি বিশেষ করে এখানে যারা অন্তর্ভুক্ত হয় তারা মূলত কোন যাচাই-বাছাই না করে মূলত টাকা পাওয়ার উদ্দেশ্যে বিনিয়োগ করে থাকে। এখান থেকে হয়তো পরবর্তীতে অনেক কিছু জানা যাবে তবে একটি বিষয় কি যারা গরু বাছুর হাঁস-মুরগি এমনকি নিজের বসতভিটা বিক্রি করে বিনিয়োগ করেছে তাদের কি হবে।
এই MTFE তে এমনভাবে বোঝানো হয়েছে যে প্রক্রিয়াটি হালাল এতে এক প্রকার ধর্ম ভীরু লোকেরাই বেশি আগ্রহ দেখিয়েছিল। আমি ৫০০ ডলার ইনভেস্ট করে হয়তো সামান্য সম্পদ চলে গিয়েছে কিন্তু যারা তিরিশ হাজার ,20 হাজার, ৫ হাজার, ১০০০০ ডলার বিনিয়োগ করেছে তাদের কি হবে।
আমার জানামতে এক বিনিয়োগকারী মালয়েশিয়া প্রবাসে যাওয়ার জন্য যে পরিমাণ টাকা লাগতো সেই পরিমাণ টাকা সম্পূর্ণ বিনিয়োগ করে সর্বস্বান্ত হয়ে গেছে তাদের ক্ষেত্রে কি অবস্থা হবে।

@Little Mouse ভাইকে বিনিয়োগ করার আগে আমি জিজ্ঞাসা করেছিলাম ভাই সাইট টা কেমন হবে ? ভাই আমাকে ১০০% কনফার্ম ইস্কাম প্রজেক্ট বলে জানিয়েছিল কিন্তু আমি ভাইয়ের কথা না শুনে আত্ম কৌতুহল থেকে বিনিয়োগ করেছি এবং যেদিন বিনিয়োগ করেছি তার ২-৩ দিন পর থেকে কোম্পানি তালবাহানা শুরু করে। আর তার পরের অবস্থা তো আপনারা সবাই জানেন।

তবে ইস্কাম প্রজেক্ট গুলো একটার পর একটা আসবেই এবং মানুষ এভাবে বিনিয়োগ করতে থাকবেই। এখন হয়তো এখন হয়তো MTFE scam করেছে পরবর্তীতে হয়তো অন্য কোন নামে অন্য কোন প্রতিষ্ঠান আসবে কিন্তু আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে অতিরিক্ত মুনাফা দেওয়ার লোভে আপনাকে প্রলোভন দেখিয়ে যারা তেল মারতে আসবে তাদের কাছে আপনারা কখনো বিড়বেন না। কারণ কোন লিগাল কোম্পানি এভাবে আপনাকে অতিরিক্ত প্রফিট দিয়ে টিকে থাকতে পারবে না এবং যারা দানায় বানায় বুঝিয়ে আপনাকে বিনিয়োগ করতে বলবে তখন আপনি ভেবে নিবেন এর পিছনে ওই লোকটির কোন না কোন স্বার্থ আছে।

একটি দুঃখের বিষয় হচ্ছে আমি ৫৩০ ডলার বিনিয়োগ করার পর কয়েকদিনে প্রফিট আসে প্রায় ৫৮৪ ডলারের মত হয়। কিন্তু কোম্পানি আমাকে এখন ৭৩০ ডলারের ঋণ দেখিয়েছে।

হায়রে স্ক্যআম।।।