তাহলে একটু ভেবে দেখুন ভাই আমরা বাংলাদেশ নামক বেহেস্তে কিরকম নিরাপত্তা নিয়ে জীবন যাপন করছি। যদি আমরা অতীতের ঘটে যাওয়া সাইবার কেলেঙ্কারির ইতিহাস পর্যবেক্ষণ করলে এরকম আরো ডজন খানেক ঘটনা দেখতে পাব যেটার এখন পর্যন্ত কোন সুষ্ঠু তদন্ত হয়নি। এগুলোর তদন্ত কোনদিন হবে না ভাই কেননা এর সাথে সরকার দলীয় বড় বড় আমলারা জড়িত আছে। বেশ কয়েকদিন আগে ৫ কোটি গ্রাহকের information চুরি, তারপর সপ্তাহখানেক আগে দেশের ২৫ টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের যাবতীয় ইনফরমেশন চুরি ইত্যাদি আরো অনেক বিষয় নিয়ে সাইবার হ্যাকিং হয়েছে অথচ এর কোন তদন্ত হচ্ছে না। ইচ্ছে না বলতে ভুল হবে বরং এগুলার তদন্ত করার মত সাহস বাংলাদেশের নেই। আমাদের দেশের পার্শ্ববর্তী দেশগুলো যেখানে পাঁচ বছরে একটি হ্যাকিং হওয়ার মত কোন ঘটনা নেই অথচ আমার সোনার বাংলাদেশে মাসে মাসে দু-চারটি এরকম হ্যাকিং এর ঘটনা জন্ম হচ্ছে।
একটি বিষয় হচ্ছে এরকম ঘটনা হবেই কেন ? বাংলাদেশ কি যারা নিরাপত্তার বিষয়টি নিয়ে দায়িত্ব পালন করছে তাদেরকে আমরা বেতন দিয়ে রাখি না। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যারা দায়িত্বে রয়েছে তারা মাসে লক্ষ লক্ষ টাকা বেতন নিচ্ছে অথচ তাদের এই দায়িত্বের নমুনা। তাদের সিকিউরিটি এতটাই নড়ে ভরে যে কোন দেশের হ্যাকাররা ইচ্ছে করলেই আমাদের সাইবার হ্যাকিং করতে পারে।
আমাদের দেশে রাজনীতির প্রেক্ষাপট সবাই জানে, রাজনীতির মহল টা ঠিক রাখতে হলে এ সকল ছোটখাট বিষয় নিয়ে মাথা ঘামানোর মত সময় উপরের বড় বড় আমলা দের নেই। তাই আমরা শত শতবার এই সকল বিষয় নিয়ে চিল্লাচিল্লি করলেও কোন লাভ হবে না ।