ভাই এখানে পলেটিক্স এর সাথে রিলেটেড এমন কিছু পোস্ট করবেন না। এমন off topic কিছু পোস্ট করতে পারে যারা নতুন তারা আপনাকে দ্বারা এমন পোস্ট আশা করা যায় না। এরকম পোস্ট একে অপরের বিরধীতার জন্ম দেয়। কারন এখানে অনেক সদস্য আছে এক এক জন এক এক দল সাপর্ট করতে পারে তাই এরকম পোস্ট এখানে বিশৃঙ্খলার জন্ম দেবে। সামনে নির্বাচন দেশের অবস্থা এমনিদেই অনেক উত্তাল এখন। এটা যেহেতু একটা ক্রিপ্টো ফোরাম তাই এখানে ক্রিপ্টোর মধ্যেই সীমাবদ্ধ থাকেন। আর যদি পলেটিক্স নিয়ে কথা বলার আপনার অতিব আগ্রহ হয় তাহলে Politics & Society [/quote] তে গিয়ে পোস্ট করেন এখানে না। এমন কিছু পোস্ট কইরেন না এখানে যা বাংলা কমিউনিটিকে নষ্ট করতে পারে।