ভাই অফ করেন। কোন ফায়দা নেই। আমাদের এখানে নিঃস পরিবারের জন্য পাকা বাড়ি তৈরি করে দিয়েছে সরকার। ঐ বাসায় সিমেন্ট ও বালু এমনভাবে দিয়েছে যে হাত দিয়ে ঘষা দিলে এড়িয়ে যায় । এগুলো নিয়ে রিপোর্ট দেওয়ার জন্য একজন সমাজসেবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এতে তার পরিবার বর্তমানে নিঃস। তাই আপাতত যাই বলুন না কেন দেখে শুনে বুঝে বলবেন।
আবরার ভাইয়ের কথা কিন্তু আমরা ভুলে যাই নি।
আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করুক।