Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
DYING_S0UL
on 23/08/2023, 13:31:18 UTC
⭐ Merited by 2Pizza410000BTC (1)
বাংলাদেশি বেশিরভাগ বাউন্টি হান্টাররা নেগেটিভ ট্রাস্ট খেয়ে একাউন্ট নষ্ট করে বসে ফলে গ্লোবাল সেকশনে আমাদের জন্য একপ্রকার ঋণাত্মক ইমেজ সৃষ্টি হয়েছে। ফলে আমাদের জন্য আলাদা লোকাল বোর্ডের অনুমোদন পাওয়া খুব কঠিন হয়ে যাবে।
Communities marked with * (Pakistan and Bangladesh) don't have their own local boards as of yet but I do hope that will change in the near future as these guys definitely deserve it based on their numbers.

যদিও এই লাইনটা আমাদের অনেকদিন ধরে আশার আলো দেখাচ্ছে তবুও কবে যে আমরা নিজস্ব বোর্ড পাব সেই প্রত্যাশা নিয়েই আমরা এখানে কাজ করে যাচ্ছি।

আমার তো মাঝে মাঝে মনে হয় আমাদের আসলে লোকাল বোর্ডেএর কোনো দরকার নাই। কারন এখানে খুব কম মানুষ নিজের স্বার্থ ছাড়া পোষ্ট করে। দেখেন অনেকেই আছে রেংক আপ করার অোগে নিয়মিত পোষ্ট করতো, আর এখন রেংক আপ হওয়ার পর আর নেই। এখন যারা আছে তারাও যে ভবিষ্যতে থাকবে তার ও কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না। লোকাল বোর্ড হলে তো এর ভেতরে কয়েকটা সাব বোর্ড থাকবে। মাইনিং থাকতে পারে, স্পেকুলেশন থাকতে পারে, রেপুটেশন থাকতে পারে, মারকেট প্লেস থাকতে পারে। তখন আপনার বোর্ড এ মাইনিং এই বা কে পোষ্ট করবে, আর মারকেট প্লেস এই বা কে পোষ্ট করবে? এখন তো সবাই একটা থ্রেড এ পোষ্ট করি সবাই সবার পোষ্ট করি। তখন বিভিন্ন আনাচে কানাতে পোষ্ট পড়ে থাকবে কেউ পড়তেও আসবে না। আরো অনেক কারনেই মনেয় হয় আমরা লোকাল থ্রেড এ ভালো আছি। অবশ্য খারাপ দিক তো আছেই।

আমি মনে করি আমাদেরও একটি নিজস্ব বোর্ড থাকা উচিত। হ্যা অনেকের জন্য আমাদের থ্রেডের ভাবমূর্তি নষ্ট হচ্ছে অন্যদের কাছে। কিন্তু এটাও সত্য যে, কিছু কিছু ইউজার আছে যারা জেনুইনলি এই থ্রেডের উন্নতি চায়। তারা প্রতিনিয়ত এই থ্রেডে পোস্ট করে, মেরিট যোগ্য পোস্টে মেরিট দেয়। যদি আমরা আমাদের নিজস্ব বোর্ড পাইতাম তাহলে আমাদেরই সুবিধা হতো। কারণ Learn Bitcoin ভাইয়ের কথাই বলি, আমার জানা মতে তিনি, বেশ ইনফরমেটিভ পোস্ট করেন, এছাড়া এই থ্রেডে Gazeta নামক ভদ্রলোকের অনেকগুলো গুরুত্বপূর্ন পোস্ট বাংলা ভাষায় অনুবাদ করেছেন তিনি। আমি নিজেও তার দুটি টপিক অনুবাদ করি। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের পোস্টগুলো অনেক উপরে মাটিচাপা পড়ে গেছে। কজনইবা উপরের পোস্ট গুলো চেক করে? নিজেদের নিজস্ব থ্রেড থাকলে এই পোস্টগুলো টপিক আকারে হাইলাইট হয়ে থাকতে। কষ্টের কথা যারা নিউবাই বা যারা অনেকদিন পর থ্রেডে আসে তাদের চোঁখে পড়েই না। যারা নিয়মিত থ্রেডে আসেন তারাই শুধু জানেন, দেখেন। এতে করে সবার কাছে এসব গুরুত্বপূর্ন তথ্য পৌছায় না। এমনও অনেক আছে যারা (১) নম্বর লাইনে যে অনেক রুলস আছে তা পড়েই না। তারা সরাসরি (৪৫০+) পেজে এসে হাই হ্যালো মারে। সব পোস্ট গুলো যদি টপিক আকারে হাইলাইট থাকতো তাহলে কেমন হতো? সবার কাছে বিষয়টা কি মনে হয়?

আমরা নিজস্ব বোর্ড পাবো কিনা এ নিয়ে মাঝে মাঝে সন্দেহ হয় আমার। কারণ আগেই অনেক ইউজাররা আমাদের নামে অনেক দুর্নাম করে বসে আছে। কারো এই বিষয়ে মত আছে?