Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
2Pizza410000BTC
on 23/08/2023, 14:36:25 UTC

আমরা নিজস্ব বোর্ড পাবো কিনা এ নিয়ে মাঝে মাঝে সন্দেহ হয় আমার। কারণ আগেই অনেক ইউজাররা আমাদের নামে অনেক দুর্নাম করে বসে আছে। কারো এই বিষয়ে মত আছে?
ধুর ভাই টেনশন করেন কেন? একদিন না একদিন আমরা নিজস্ব বোর্ড পাবই পাবো। আমরা যদি ইসলামের অনুসারী হয়ে থাকি তাহলে একথা অনস্বীকার্য যে আল্লাহ তায়ালা আমাদের সবাইকে জান্নাত দান করবেন।যদি অন্তরে জাররা পরিমাণ নেকি করে থাকি তাহলে আল্লাহ তায়ালা অবশ্যই আমাদের জান্নাত দান করবেন। কিন্তু তার আগে অবশ্যই আল্লাহ তায়ালা পাপের শাস্তি দিয়ে নেবেন।
একথা বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই খেয়াল করি যে অতীতে বাংলাদেশ, পাকিস্তান, ও নাইজেরিয়া নিয়ে তিনটি দেশের নাম উল্লেখ করেছেন। কিন্তু খুব সম্ভবত ডিসেম্বর মাসে নাইজেরিয়া নিজস্ব বোর্ড পেয়ে যায়।

Communities marked with * (Pakistan, Nigerian and Bangladesh) don't have their own local boards yet. I am happy to remove "*" next to Nigeria as they finally got their own local board. Congratulations once again, and I hope that Pakistan is the next in line.

এখন শুধু বাংলাদেশ ও পাকিস্তান রয়েছে তাদের পরবর্তী লিস্টে। একসময় পাকিস্তান নিজস্ব বোর্ড পেয়ে যাবে শুধুমাত্র বাদ থাকবে বাংলাদেশ । তাই বাংলাদেশ ও একসময় নিজস্ব বোর্ড পাবই পাবে।

Its time for a yet another brief monthly overview of local boards activity, this time a little bit later than in previous months as I was busy with yearly overviews. All charts and table are made with the help of @DdmrDdmr Merit Dashboard and @TryNinja Ninjastic.space.

Communities marked with * (Pakistan and Bangladesh) don't have their own local boards yet but hopefully that changes soon.