Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Crypto Library
on 23/08/2023, 15:08:31 UTC
Crypto_Dotar মেরিট পাইছিলো Little Mouse আর Crypto Library এর কাছ থিকা আর jr Member হইয়া বাউন্টি ম্যানেজমেন্ট শুরু করে এবং স্কাম করে এর পরে আবার আরেকটা নতুন একাউন্ট খোলে নাম ahmim এই একাউন্ট দিয়াও স্কাম করে ধরা খায় একাউন্টে রেড ট্যাগ খায় আবার আরেকটা একাউন্ট খোলে Crypto Bountyes আর মেরিট নেয় ahmim একাউন্ট থিকা আবার এই একাউন্ট দিয়া বাউন্টি ম্যানেজমেন্ট শুরু করে আবার স্কাম করে। এই ৩ একাউন্টে মেরিট লেনদেন হইছে বাংলাদেশ কমিউনিটি থেকেই।
বাংগালী কখনো ভালো হইবো না। এইভাবেই বাংলাদেশের সুনাম ছড়াইতেছে বিশ্বজুড়ে। তাই সবাই নতুন একাউন্টে মেরিট দেওয়ার আগে সেই একাউন্টের পূর্ববর্তী পোস্ট গুলা দেইখা যদি সন্দেহবাচন কিছু না পাওয়া যায় তাহলে দিবেন নয়লে এইভাবে ২/১ জন আকাম করবো আর পুরা বাংলাদেশ এর দুন্নাম হইবো। এই বিষয়টা সকল সিনিয়র সদস্যরা মাথায় রাখবেন।

ভালো পোস্ট দেখে মেরিট দিছিলাম ভাই। তখন এটা বুঝতে পারিনাই যে সে এমন কার্যকলাপ করবে। এখানে অনেক নতুন ইউজার আছে তারা সবাই কম বেশি ভালো এক্টিভ এবং বাংলাদেশ বোর্ডের জন্য অনেক কিছু করতেছেন তবে এর মধ্যে ২/১ টা খারাপ লোক থাকলে এটা ট্রাক করা কষ্টকর। এর এমন কর্মকাণ্ড সত্যিই বাংলাদেশের জন্য লজ্জাজনক  এমনিতেই বাংগালীকে অন্য দেশের মানুষেরা দেখতে পারে না। আরো এমন কর্মকাণ্ড বাংলা বোর্ডকে খারাপ হিসেবে অন্যদের মাঝে প্রেজেন্ট করে। এখন যেমন বাংলা বোর্ড একটি হইছে এমন চলতে থাকলে আমরা লোকাল বোর্ডের জন্য আবেদন করতে পারবো কিন্তু কিছু কিছু কর্মকাণ্ড দেখে মনে হয় বাংলাদেশ কখনই লোকাল বোর্ড এর জন্য গ্রহনযোগ্য হবে না। আমি এই বিষয়টা মাথায় রাখবো মেরিট দেওয়ার সময়। এমন কিছু এখানে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ ভাই আপনাকে।