Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 24/08/2023, 04:29:40 UTC
⭐ Merited by 2Pizza410000BTC (1)
আমি মনে করি আমাদেরও একটি নিজস্ব বোর্ড থাকা উচিত। হ্যা অনেকের জন্য আমাদের থ্রেডের ভাবমূর্তি নষ্ট হচ্ছে অন্যদের কাছে। কিন্তু এটাও সত্য যে, কিছু কিছু ইউজার আছে যারা জেনুইনলি এই থ্রেডের উন্নতি চায়। তারা প্রতিনিয়ত এই থ্রেডে পোস্ট করে, মেরিট যোগ্য পোস্টে মেরিট দেয়। যদি আমরা আমাদের নিজস্ব বোর্ড পাইতাম তাহলে আমাদেরই সুবিধা হতো। কারণ Learn Bitcoin ভাইয়ের কথাই বলি, আমার জানা মতে তিনি, বেশ ইনফরমেটিভ পোস্ট করেন, এছাড়া এই থ্রেডে Gazeta নামক ভদ্রলোকের অনেকগুলো গুরুত্বপূর্ন পোস্ট বাংলা ভাষায় অনুবাদ করে পোস্ট করেছেন তিনি। আমি নিজেও তার দুটি টপিক অনুবাদ করেছি। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের পোস্টগুলো অনেক উপরে মাটিচাপা পড়ে গেছে। কজনইবা উপরের পোস্ট গুলো চেক করে? নিজেদের নিজস্ব থ্রেড থাকলে এই পোস্টগুলো টপিক আকারে হাইলাইট হয়ে থাকতে। কষ্টের কথা যারা নিউবাই বা যারা অনেকদিন পর থ্রেডে আসে তাদের চোঁখে এসব পোস্ট পড়েই না। যারা নিয়মিত থ্রেডে আসেন তারাই শুধু জানেন, দেখেন। এতে করে সবার কাছে এসব গুরুত্বপূর্ন তথ্য পৌছায় না। এমনও অনেক আছে যারা (১) নম্বর লাইনে যে অনেকগুলো রুলস আছে তা পড়েই না। তারা সরাসরি (৪৫০+) পেজে এসে হাই হ্যালো মারে। সব পোস্ট গুলো যদি টপিক আকারে হাইলাইট থাকতো তাহলে কেমন হতো? সবার কাছে বিষয়টা কি মনে হয়?

আমরা নিজস্ব বোর্ড পাবো কিনা এ নিয়ে মাঝে মাঝে সন্দেহ হয় আমার। কারণ আগেই অনেক ইউজাররা আমাদের নামে অনেক দুর্নাম করে বসে আছে। কারো এই বিষয়ে মত আছে?

আমাদের বোর্ড থাকা উচিৎ এটা আমিও মানি। আমাদের থেকে কম একটিভ মেম্বার এমন দেশের ও লোকাল বোর্ড আছে। এমনো বোর্ড আছে যেখানে মাসে ২-৩ টা পোষ্ট হয়। এমন নয় যে সে দেশের লোকজন ফোরামে নাই। ফেরামে আছে, কিন্তু তারা তাদের লোকাল বোর্ড এ তেমন একটিভ না। এটা ঠিক আমাদের বোর্ড হলে প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা সাজানো গুছানো থাকতো আর গুরুত্বপূর্ণ পোষ্ট গুলো অন্য পোষ্ট এর ভিরে হারিয়ে যেতো না।

কিন্তু যদি বোর্ড পাওয়ার পরে দেখেন সেখেন সেটা আর একটিভ নাই, তখন কেমন হবে? বোর্ড পেলে সবাইকে ক্যাটাগরি অনুযায়ি পোষ্ট করতে হবে। মাইনিং এ গিয়ে রাজনৈতিক পোষ্ট করতে পারবেন না। মেইন সমস্যা হলো আমাদের লোকাল থ্রেড এর লোকজন হারিয়ে যায়। সবাই একটিভ থাকলে বোর্ড পেলে ভালো হবে।