আমাদের বোর্ড থাকা উচিৎ এটা আমিও মানি। আমাদের থেকে কম একটিভ মেম্বার এমন দেশের ও লোকাল বোর্ড আছে। এমনো বোর্ড আছে যেখানে মাসে ২-৩ টা পোষ্ট হয়। এমন নয় যে সে দেশের লোকজন ফোরামে নাই। ফেরামে আছে, কিন্তু তারা তাদের লোকাল বোর্ড এ তেমন একটিভ না। এটা ঠিক আমাদের বোর্ড হলে প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা সাজানো গুছানো থাকতো আর গুরুত্বপূর্ণ পোষ্ট গুলো অন্য পোষ্ট এর ভিরে হারিয়ে যেতো না।
কিন্তু যদি বোর্ড পাওয়ার পরে দেখেন সেখেন সেটা আর একটিভ নাই, তখন কেমন হবে? বোর্ড পেলে সবাইকে ক্যাটাগরি অনুযায়ি পোষ্ট করতে হবে। মাইনিং এ গিয়ে রাজনৈতিক পোষ্ট করতে পারবেন না। মেইন সমস্যা হলো আমাদের লোকাল থ্রেড এর লোকজন হারিয়ে যায়। সবাই একটিভ থাকলে বোর্ড পেলে ভালো হবে।
হ্যাঁ আপনার এই কথার সাথে আমিও সহমত। বোর্ড পাওয়ার পর যদি এটিকে আমরা ঠিকঠাক পরিচালনা না করি বা ঠিকমতো চালাতে অক্ষম হই তখন উল্টা আমাদেরই বদনাম হবে। এজন্য আমাদের আগে দক্ষ পাকাপোক্ত একটা কমিউনিটি নিশ্চিত করতে হবে। আমাদের সমস্যা হলো আমাদের এক্টিভ মেম্বার সংখ্যা অনেক কম। হ্যা হয়তো ফোরামে অনেক বাঙালি ছড়িয়ে ছিটিয়ে আছে, বাট তাদের বেশিরভাগই বাংলা ফোরামে আসে না, পোস্ট করে না, এদের বেশিরভাগ বাউন্টি হান্টার, ও সিগনেচার করতে আসে এবং কিছু কিছু আছে যারা স্ক্যামে জড়িত। আমরা যারা বাংলা বোর্ডে এক্টিভ আছি সবই হাতেগোনা কিছু সংখ্যাক। আমাদের কমিউনিটি যদি আরো বড় করা যেতো, আরো পোস্ট, এক্টিভিটি, ইন্টারেক্টিভ বাড়ানো যেতো তাহলে আমরা উপরের সমস্যাগুলেই পড়তাম না।
নোট: আমি মাঝে মাঝে অনেক ইংরেজি শব্দ অর্থ না করে ইংরেজিতেই লিখি। যেমন: এক্টিভিটি, ইন্টারেক্টিভ ইত্যাদি। এতে কি কোনো সমস্যা আছে?
কিছু কিছু শব্দ বাংলার থেকে ইংরেজিতেই আমরা বেশি অভ্যস্ত, এজন্যই আরকি আমি ইংরেজি লিখি।