Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
2Pizza410000BTC
on 24/08/2023, 04:56:55 UTC

ভাই আমাদের জন্য হয়তো চাইল্ড বোর্ড নাও দিতে পারে। আমাদের চেয়ে অনেক কম ইউজার নিয়ে অনেক লোকাল বোর্ড আছে যেগুলোতে কিছু কিছু চাইল্ড বোর্ডে মাসে একটি পোস্টও হয়না তাদেরও তো নিজস্ব লোকাল বোর্ড রয়েছে। তো আমাদেরও কোন চিন্তা নেই আমরা যদি নিজস্ব লোকাল বোর্ড পেয়ে যাই তাহলে আমাদেরও নিজস্ব  বোর্ড চলবে।
তবে নাইজেরিয়ার মত আমাদের শুধুমাত্র বোর্ড দেওয়া হবে এতে কোন চাইল্ড বোর্ড দেওয়া হবে না খুব সম্ভবত। তাই আমাদের বোর্ডের অধীনে থ্রেড খুলে পোস্ট দিতে হবে। যেমনটি নিচের নিজস্ব লোকাল বোর্ড গুলো চলছে।

עברית (Hebrew)
Nigeria (Naija)
Skandinavisk