Post
Topic
Board Other languages/locations
Merits 3 from 2 users
Re: বাংলাদেশ (Bengali)
by
Bd officer
on 25/08/2023, 11:45:23 UTC
⭐ Merited by Learn Bitcoin (2) ,2Pizza410000BTC (1)
আমি অনেক চেষ্টা করেছি চাকরির জন্য কিন্তু কোন চাকরি পাইনি বরং সরকারি চাকরির জন্য গেলে 10 লাখ 12 লাখ টাকার মতো ঘুষ দিতে হয় তাছাড়া কোন লোকের চাকরি হয় না।
আপনি যদি ভালোভাবে দেশের বিভিন্ন স্থানের লোকজন দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন বাংলাদেশে কত পার্সেন্ট বেকারত্ব দের হার রয়েছে।
আমিও বাংলাদেশের বেকারত্ব সম্পর্কে কিছু কথা বলি। সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের যে বেকারত্বের হার তুলে ধরা হয়েছে, তা আমারও মনে হয় সঠিক নয়। বাংলাদেশে সরকারি চাকরি পাওয়ার জন্য অনেকেই দেখি ১০-১২ লাখ টাকার বিনিময়েও পাচ্ছে না। কারণ শুধু টাকা হলেই যে আপনি চাকরি পাবেন এমন না, সাথে মামা খালুর প্রয়োজন। বর্তমানে যার টাকা ও মামা খালু আছে তারাই সরকারি চাকরি পেয়ে যাচ্ছে ।

এখন কোম্পানি চাকরির ক্ষেত্রে কোন এক কোম্পানিতে কোন সার্কুলার দিলে সেখানে উল্লেখ করে দেয় কমপক্ষে এক অথবা দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কিছু কিছু ক্ষেত্রে দেওয়া থাকে কম্পিউটার টাইপিং অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে ১০-১২ বছর পড়ালেখা করে আমাদের দাম কোথায়? আমরা পড়ালেখা করা অবস্থায় কিভাবে কোম্পানি চাকরি করার জন্য অভিজ্ঞতা অর্জন করব? আদো কি কোন স্কুলে কম্পিউটার শিক্ষা দেওয়া হয়?

এলাকার বড় ভাইদের কাছ থেকে শোনা যায় আগে যখন পরীক্ষা নেওয়া হতো পরীক্ষা দিয়ে পাস করা অনেক কঠিন হতো। কিন্তু বর্তমানে পড়ালেখা ব্যবস্থা অনেকটাই দুর্বল হয়েছে। এখন এসএসসি এইচএসসি পরিক্ষায় দেখাদেখি করতে দেয়, এবং টিক চিহ্ন গুলোও বলে দেওয়া হয়। তাহলে এই পড়ালেখা করে আমাদের কি উন্নতি আশা করা যায়।

আগে পরিক্ষা দিয়ে পাশ করাও অনেক কঠিন ছিলো, চাকরি নেওয়ার ক্ষেত্রে তাদের কোন ধরনের ঘুষ দেওয়া হতো না সহজেই পেয়ে যেত। বর্তমানে পাস করাও সহজ হয়েছে চাকরি নেওয়ার ক্ষেত্রে ঘুষ তো লাগবেই।