Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 26/08/2023, 02:32:08 UTC
কোট

https://www.facebook.com/kalbelanewsonline/videos/1366226543985982/?app=fbl

এই নিউজটা কেউ দেখছেন? সব দেখি Ponzi Scheme। MTFE এর মতো সিমিলার স্ক্যাম প্রজেক্ট। আশা করি এ নিয়ে বিস্তারিত লিখবেন।

এগুলো সবই স্ক্যাম আর ভাওতাবাজি। আমি তো নিউজ টা দেখে বিচলিত হয়ে গেলাম। এরকম ভাবে যদি স্ক্যাম বিস্তার করতে থাকে আর মানুষ তাদের কষ্টের ইনকামের টাকা এদের ফাদে দেয়, তাহলে আমাদের ভবিষ্যত খুব খারাপ দিকে এগুচ্ছে। মানুষ কতটা খারাপ হলে একই সাথে দুনিয়া এবং আখিরাতের শান্তির অফার করে। একে তো মানুষকে স্ক্যাম করছে, সেই সাথে তাদের কে পরকালের মিথ্যা আশ্বাস দিয়ে তাদের বিশ্বাস অর্জন করতে চাইছে।

কতো খারাপ। এমন ভাবে মানুষকে অফার করছে যেনো মানুষ এখানে ইনভেষ্ট করলে জান্নাতের টিকিট পেয়ে যাচ্ছে। অনেকটা ২০১৪-১৫ সালের দিকে যেমন ফেইসবুকে পোষ্ট করতো যে জান্নাতে যেতে চাইলে এই পোষ্ট টি শেয়ার করুন, ঠিক সেরকম। সবাই এগুলো থেকে দূরে থাকবেন আশা করি।

--

আপনার দেয়া ইমেজ সোর্স কাজ করছে না। এডিট করে পোষ্ট এর নিচে পোষ্ট এর সোর্স টা এড করে দিন।

https://dailyinqilab.com/bangladesh/news/597361