Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 24/08/2023, 05:10:03 UTC
নোট: আমি মাঝে মাঝে অনেক ইংরেজি শব্দ অর্থ না করে ইংরেজিতেই লিখি। যেমন: এক্টিভিটি, ইন্টারেক্টিভ ইত্যাদি। এতে কি কোনো সমস্যা আছে?
কিছু কিছু শব্দ বাংলার থেকে ইংরেজিতেই আমরা বেশি অভ্যস্ত, এজন্যই আরকি আমি ইংরেজি লিখি।

এটা আসলে আপনি একা না। আমরা সবাই কিছু কিছু ইংরেজি বাংলাতে লিখে থাকি। আর এতে কোনো সমস্যা থাকার কথা নয়। ধরেন ফোরামে যে মেরিট সিস্টেম আছে, এটাকে যদি আমি বলি আপনি এতটি মেধা পেয়েছেন, এটা অনেকেই বুঝবে না। এমন অনেক কিছুই আছে যেটার বাংলার চাইতে ইংরেজি বেশি প্রচলিত এবং আমরা প্রায় সকলেই সেটাতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করি। আমি মনে করি এতে করে কারো সমস্যা হচ্ছে না। উল্টা কিছু ইংরেজির বাংলা লিখতে গেলে নিজেকে কবি কবি মনে হয়।

ভাই আমাদের জন্য হয়তো চাইল্ড বোর্ড নাও দিতে পারে। আমাদের চেয়ে অনেক কম ইউজার নিয়ে অনেক লোকাল বোর্ড আছে যেগুলোতে কিছু কিছু চাইল্ড বোর্ডে মাসে একটি পোস্টও হয়না তাদেরও তো নিজস্ব লোকাল বোর্ড রয়েছে। তো আমাদেরও কোন চিন্তা নেই আমরা যদি নিজস্ব লোকাল বোর্ড পেয়ে যাই তাহলে আমাদেরও নিজস্ব  বোর্ড চলবে।

হতে পারে। তবে কি হবে আমরা জানি না। একটা বোর্ড দিতে হলে সেখানে মোডারেটর ও দিতে হবে। অন্যান্য মোডারেটরদের লোকাল বোর্ড বা থ্রেড গুলো মোডারেট করা কষ্টকর হয়ে যায়। আমাদের তো হাতে গোনা কয়েকজন রেপুটেড মেম্বার আছে যারা মোডারেটর/মেরিট সোর্স হতে পারে। তবে সময় সব বলে দিবে।