Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
RewFrew
on 26/08/2023, 04:18:30 UTC
বিশ্বব্যাপী বেকারত্বের হারের তালিকা


🇧🇩 Bangladesh: 4.7%

Source

আমি মনে করি বাংলাদেশের অবস্থা বেশ ভালো আছে। কারণ বাংলাদেশে বেকারত্বের হার অনন্যা দেশের তুলনায় কম। বাংলাদেশ সরকারের উচিৎ আরও কিছু উদ্যোগ গ্রহণ করা এবং বাংলাদেশের বেকারত্বের হার আরও কমিয়ে বাংলাদেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়া। আমি আশা করি বাংলাদেশ একদিন অনেক উন্নত দেশে পরিণত হবে।

ভাই আমি এটা কখনো বিশ্বাস করব না যে বাংলাদেশের বেকারত্বের হার এতটা কম, এটা আসলে সম্পূর্ণ মিথ্যে একটি চক্র হতে পারে।

  আমিও এটা বিশ্বাস করতে পারছি না। আমি ঠিক জানিনা তারা কি কি বিষয় বিবেচনায় নিয়ে এই পরিসংখ্যান টা করেছে। তবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই পরিসংখ্যান টা আদৌও সঠিক নয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০১৬-১৭ জরিপ মতে, বেকার সংখ্যা ৪ কোটি ৮২ লক্ষ ৮০ হাজার। সুত্র - উইকিপিডিয়া

আমি মনে করি বাংলাদেশের যে পরিস্থিতি এতে বেশিরভাগ লোকেরাই বেকারত্ব জীবনযাপন করে যারা পড়ালেখা শেষ করে অযথা বসে আছে তাদের চাকরি হচ্ছে না সে ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশে ৫০% বেকারত্ব হার রয়েছে।

[/quote] যেহেতু  বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০১৬-১৭ জরিপ মতে, বেকার সংখ্যা ৪ কোটি ৮২ লক্ষ ৮০ হাজার। কারন আমরা জানি যে বাংলাদেশে প্রায় ১০ কোটি লোক প্রাপ্তবয়স্ক, সুতারাং ১০ কোটি জনসংখ্যার মধ্যে ৪ কোটি ৮২ লাখ মানে প্রায় ৫০% ই বেকার। এবং আমাদের শিক্ষিত বেকার এর সংখ্যা অনেক। লেখা পড়া শেষ করেও বেকার থাকতে হয় বেশির ভাগ যুবকের। তাই আমি মনেকরি ঐ রিপোর্টটি কোন ভাবে সঠিক নয়।