Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Crypto Library
on 26/08/2023, 13:08:47 UTC
⭐ Merited by Z_MBFM (1)
@Z_MBFM ভাইকে বিশেষভাবে অভিনন্দন, মেম্বার থেকে ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করেছেন। আমি আপনার উজ্জল ভবিষ্যৎ কামনা করি

এগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে যখন  আমাদের বাংলা কমিউনিটির কেউ নতুন Rank অর্জন করে। আমরা প্রতিনিয়তই দেখতেছি যে নতুন নতুন মেম্বাররা অনেক মেরিট পাচ্ছে আর নতুন নতুন র‍্যাংক অতিক্রম করতেছে। Z_MBFM ভাই এর পোস্টগুলো আমি খেয়াল করেছি তিনি অনেক জ্ঞানী একজন লোক। সে যদি চেষ্টা করে তাহলে ভবিষ্যতে আরো অনেক বড় র‍্যাংক অর্জন করতে পারবে। তার Full Member অতিক্রম করার জন্য তাকে Congratulation. এর পাশাপাশি আরো যারা ভালো কিছু করার জন্য চেষ্টা করতেছেন তাদেরকেও অভিনন্দন আশা করি তারাও অনেক ভালো কিছু করতে পারভে। এভাবে চলতে থাকলে বাংলাদেশ লোকাল বোর্ডের জন্য আবেদন করা যাবে। পাকিস্তান অনেক এগিয়ে গেছে তারা খুব শিগগিরই  লোকাল বোর্ড পেতে পারে। আমাদেরও চেষ্টা করতে হবে একজোট হয়ে আর লোকাল বোর্ড পেতে হবে