Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Lion02
on 26/08/2023, 13:12:32 UTC
আপনার লেখাগুলো স্বাভাবিক মনে হচ্ছে না, বাঙালি হয়েও আপনার লেখা বাংলা পড়তে কষ্ট হচ্ছে। আপনি যদি Google Translator বা যেকোন AI Translator ব্যবহার করে থাকেন তাহলে এসব পরিহার করুন। ফোরামে এসব translator ব্যবহৃত পোস্ট সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও কোনো রকম copy paste পোস্টও করা যাবেনা। আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। আর যদি বাংলা থ্রেডের রুলস্ না জানেন তাহলে নিচের লিংকগুলো ফলো করুন।
ভাই তার কথা কি বলবো, তিনি দেখা যাচ্ছে আমাদের বাংলা লোকাল থ্রেডে বাংলা পোস্ট করছেন, আবার দেখি পাকিস্তান লোকাল থ্রেডে গিয়ে উর্দু ভাষায় পোস্ট লেখালেখি করছেন। তিনি আসলে আমাদের বাংলাদেশী নাকি পাকিস্তানি বুঝা যাচ্ছে না?

চাইলেই এই আইডি টা উড়িয়ে দেয়া যায়। উনি একাধারে অনেকগুলো রুলস ভায়োলেট করতেছেন যেমন, কপি/পেষ্ট, এ-আই ব্যাবহার, অটোমেটিক ট্রান্সলেটর ইউজ, একাধারে মাল্টিপল পোষ্ট। জানি না আরো কিছু করতেছে নাকি। তবে উনি যদি এসব পোষ্ট করে মেরিট পায়, আমার মনে হয় না উনি এসব করা বন্ধ করবে। উনি অলরেডি পাকিস্তান থ্রেড থেকে একটা মেরিট ও পেয়েছে যা ওনাকে আরো পোষ্ট করার জন্য অনুপ্রেরনা দেবে। আমার আগের পোষ্ট এ ওনাকে সোর্স এড করতে বলেছিলাম, এখনো পোষ্ট এ সোর্স এড করেনি। আপনারা কি মনে করেন বাংলাদেশি হয়ে আরেকজন বাংলাদেশীর আইডি চান্দে পাঠানো প্রয়োজন? সবাই আসলে ২য় চান্স ডিজার্ভ করে। কিন্ত কেউ যদি তার আশে পাশে কি হচ্ছে, ওনাকে কে কি লিখছে তার পরোয়া না করে, তখন ব্যাপারটা কেমন লাগে?

অলরেডি আমি তার বিরুদ্ধে অভিযোগ লিখেছি। তাকে অনেকবার বলা হয়েছে তাও তিনি শুধরাচ্ছেন না। তার আইডিটা ব্যান করা উচিত। এভাবেই যদি তার মেরিট বাড়তে থাকে, তাহলে অন্যরাও এভাবে মেরিট বাড়াতে যাবে। কিন্তু এভাবে বেশিদিন টিকে থাকা যায় না। তার জন্য নতুনরা ভুল পথে অনুসরণ করবে। আর বাঙালি জাতির উন্নতি হবে না। সুতরাং তার আইডিটা ব্যান করে নতুনদেরকে এ বিষয়ে সাবধান করতে হবে।