Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
DYING_S0UL
on 29/08/2023, 06:57:55 UTC
⭐ Merited by hugeblack (1)
আসসালামু আলাইকুম
আমি একজন বিটকয়েন টেল্ক ব্যবহারকারী। আমি সাধারণত বান্টি কাজ করে থাকি। আমি অনেক সময় দেখেছি যে, একজন বান্টি ব্যবহারকারী অন্য আরেকজন বান্টি ব্যবহারকারীর কিছু তথ্য ব্যবহার করে প্রুফ হিসেবে দিয়ে থাকে। এর কারণে অনেক সময় তাদের দুইটি একাউন্টটি রেড ট্রাস্ট দেওয়া হয়। এর জন্য দুইজন বান্টি ব্যবহারকারীর দায়ী থাকে না, যখন একজন অন্যজনের তথ্য চুরি করে প্রুফ হিসেবে দিয়ে থাকে তখনই এমনটা হয়ে থাকে।
এক্ষেত্রে যে ব্যক্তির তথ্য চুরি করা হয় তার একাউন্টটিও রেড ট্রাস্ট দেওয়া হয়। অথচ তিনি দায়ী থাকে না।
#এমন অবস্থায় তার করণীয় কি?
#আর কয়টি রেড ট্রাস্ট খেলে তার একাউন্ট একদম নষ্ট হয়ে যাবে।

আশা করি এ বিষয়ে একটু বিস্তারিত জানাবেন।

আপনি যদি আপনার দিক থেকে সৎ হয়ে থাকেন আর আপনার কাছে যদি পর্যাপ্ত প্রমান থাকে যে আপনার তথ্য আসলেই অন্য একজন চুরি হয়েছে তাহলে আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। কেউ যদি আপনার কাজ চুরি করে তাহলে আপনি আপনার বাউন্টি ম্যানেজারকে সেটা জানাবেন। সব ঠিকঠিক থাকলে কিছু হবে না।

এখন আসি আপনি বল্লেন দুজনকেই দায়ী করা হয় এবং রেড ট্রাস্ট দেয়া হয়। আপনার এই কথাটা ভুল। যাদের এরকম রেড ট্রাস্ট দেয়া হয়েছে তাদের আইডি একটু ভালোভাবে চেক করুন। দেখা যাবে দুই এইডির মালিকই একজন। শুধুমাত্র ১টা বা ২টা না অনেক সময় ৫-৬টা আইডি থেকেও অনেকে লোভে পড়ে বাউন্টি সাবমিট করে। কিন্তু তারা ভুল করে বসে পেমেন্ট আড্রেস দেয়ার সময়। দেখা হয় এমন ৩-৫ টা আক্যাউন্টে সব আলাদা, কাজের লিংক আলাদা কিন্তু যে আড্রেসে পেমেন্ট নিবে সেটা এক। আমি এমন অনেক কেস দেখছি।

এখন আপনার বিষয় বলি। আপনি যদি শুধু একটি আইডি ব্যবহার করেন। আর নিয়ম মেনে কাজ করেন তাহলে কোনো সমস্যা হবে না। আর কেউ আপনার পোস্ট চুরি করলে বাউন্টি ম্যানেজারকে জানাবেন। তিনি সর্লভ করে দিবে।

কয়টি রেড ট্রাস্টএ আইডি নষ্ট হয় বলতে পারিনা। কিন্তু আপনার উচিত একটাও না খাওয়া। আপনার আইডিতে সমস্যা থাকলে কেউ সেটা ভালো চোখে দেখবে না। আশা করি বুঝতে পারছে। সততার সাথে কাজ করুন! Happy Bouny.