Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 2 users
Re: বাংলাদেশ (Bengali)
by
2Pizza410000BTC
on 29/08/2023, 07:41:13 UTC
⭐ Merited by Bd officer (1) ,fillippone (1)

BD officer
ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করার জন্য Congratulations 🎉🎉

বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেড আরেকজন ফুল মেম্বার সদস্য পেল। BD officer কে ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করার জন্য আমাদের বাংলা কমিউনিটির পক্ষ থেকে জানানো হলো অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা।
ফুল মেম্বার পদমর্যাদা পাওয়ার পর মনে করবেন না আপনার দায়িত্ব শেষ হয়ে গেছে। আপনি ফুল মেম্বার পদমর্যাদা অর্জনের আগে যেভাবে সক্রিয় থেকেছেন ঠিক সেভাবে ফুল মেম্বার পদমর্যাদা লাভের পর আপনাকে বাংলা কমিউনিটিতে সর্বদা অ্যাক্টিভ পাব।