Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Shishir99
on 29/08/2023, 11:55:34 UTC
⭐ Merited by Bd officer (1)
আসসালামু আলাইকুম
আমি একজন বিটকয়েন টেল্ক ব্যবহারকারী। আমি সাধারণত বান্টি কাজ করে থাকি। আমি অনেক সময় দেখেছি যে, একজন বান্টি ব্যবহারকারী অন্য আরেকজন বান্টি ব্যবহারকারীর কিছু তথ্য ব্যবহার করে প্রুফ হিসেবে দিয়ে থাকে। এর কারণে অনেক সময় তাদের দুইটি একাউন্টটি রেড ট্রাস্ট দেওয়া হয়। এর জন্য দুইজন বান্টি ব্যবহারকারীর দায়ী থাকে না, যখন একজন অন্যজনের তথ্য চুরি করে প্রুফ হিসেবে দিয়ে থাকে তখনই এমনটা হয়ে থাকে।
এক্ষেত্রে যে ব্যক্তির তথ্য চুরি করা হয় তার একাউন্টটিও রেড ট্রাস্ট দেওয়া হয়। অথচ তিনি দায়ী থাকে না।
#এমন অবস্থায় তার করণীয় কি?
#আর কয়টি রেড ট্রাস্ট খেলে তার একাউন্ট একদম নষ্ট হয়ে যাবে।

আশা করি এ বিষয়ে একটু বিস্তারিত জানাবেন।

আপনি যদি নির্দোষ হয়ে থাকেন, সেটা প্রমান করার অনেক উপায় আছে। যেমন যে কপি করেছে, সে তো পরে পোষ্ট করেছে। যিনি মেইন মালিক তার পোষ্ট এর সময় এবং যিনি কপি করেছে, তার পোষ্ট এর সময় মিলালেই বের হয়ে যাবে কে কপি করেছে। আর সাধারনত যিনি কপি করেন, তিনি একই লোকের কাজ বার বার কপি করেন না। বিভিন্ন সময় বিভিন্ন জনের কাজ কপি করে থাকে। এখন যদি এমন হয় অন্য একজন লোক বার বার আপনার সোশ্যাল মিডিয়া বা এড্রেস কপি করে প্রুফ অফ অথেনটিকেশন পোষ্ট করছে, তাহলে সেটা নিশ্চই আপনার একাউন্ট। কেউ তো আর অন্যের এড্রেস বার বার কপি করবে না।

আপনি নির্দোষ অবস্থায় রেড ট্যাগ খেলে সেটা আপনি আপিল করতে পারেন রিভিউ করার জন্য। আশা করি যিনি ট্যাগ করেছেন, উনি আবার রিভিউ করবে। আর কয়টা রেট ট্যাগ খেলে একাউন্ট নষ্ট হয় সেটার কোনো লিমিট নেই। বিটকয়েনটক একাউন্ট ব্যান না হলে আপনি পোষ্ট করতে পারবেন সেটা যতো রেড ট্যাগ ই থাকুক না কেনো। সমস্যা হলো বাউন্টি ক্যাম্পেইন বা অন্যান্য ক্যাম্পেইন রেড ট্যাগ খাওয়া একাউন্ট তাদের ক্যাম্পেইনে একসেপ্ট করে না।


Bd officer, আপনার কাংখিত রেংক এ পৌছে গেছেন। আপনাকে কংগ্রাচুলেশন্স!