কোট
ভাই বিটকয়েনটকে এক্টিভিটি কিভাবে কাজ করে এটা একটু বুঝায় বলবেন! অনেক উপকার হতো। আমি এই সম্পর্কিত ইংরেজিতে যে পোস্টগুলো আছে সবগুলোই পড়েছি, দেখেছি। ঐগুলো আলাদা করে মেনশন করার দরকার নাই। এসবকিছুর পরের এটা বিষয়টা নিয়ে একটু কনফিউশনে আছি। আমি জানি এখানে একটা ১৪ এক্টিভিটির লিমিট সেট করা আছে। আমি আমার এই আইডিটা ১ বছরের মতো খুলেছি। কিন্তু কিছু ব্যক্তিগত কারনে ফোরামে এক্টিভ ছিলাম না। তো এখন কথা হলো আমি মূলত গত একদুই মাসের মতো ভালোভাবে এক্টিভ আছি। এই কয় মাসে প্রথম প্রথম আমার এক্টিভিটি বাড়ছে। তারপর হঠাৎ করে ৬৮ এর পর আর বাড়ে না। আবার কিছুদিন পর দেখলাম ২ টা বেড়ে আবার থেমে আছে। আমি প্রতিদিনই ২-৩ টা পোস্ট করি। আমি জানি সময়ের সাথে ইমনিই বাড়বে, এটা নিয়ে প্যারা নেয়ার প্যারা নাই কোনো। বাট আমি বিষয়টা জানার জন্য বোঝার উদ্দেশ্য পোস্টটা করলাম। একেবারে বলতে পারেন শিখার নিয়তে। ধন্যবাদ।