কাট
Poorman2 ভাইকে ধন্যবাদ চমৎকার ভাবে বোঝানোর জন্য। আসলে আমারো এই বিষয়ে একটু সমস্যা ছিল। আমার আরেকটা সমস্যা ছিল। সেটা হচ্ছে Merit Dashboard কী এবং সেটা কিভাবে ব্যবহার করে?
ভাই এটা হয়তো আমার লাইনের বাহিরে প্রশ্ন করা হলো তারপরেও করতেছি। ভাই আপনি আসলে কোন বোর্ডের মেম্বার? আমি আপনাকে পাকিন্তানি বোর্ডে পোস্ট করতে দেখেছি আজ, তাও আবার বাংলায় (পরে অবশ্য ইডিট করে ফেলেছেন)। কিন্তু ১ মিনিটের জন্যে হলেও যদি কারো চোখে পড়ে সেটা? হতেই পারে তারা সেটা খারাপ ভাবে নিলো বা এমন কিছু! এর আগেও ঐ বোর্ডে পোস্ট করেছেন দেখলাম। এমন টা কেনো? আমি বলতেছিনা একাধিক বোর্ডে পোস্ট করা যাবে না। আমি নিজেও একবার নাইজেরিয়া বোর্ডে পোস্ট করেছিলাম, কিন্তু সেটা ভুলে। ঐখানে তারা ইংরেজিতে পোস্ট করেছিল। আমি ভেবেছিলাম হয়তো ইন্টারন্যাশনাল বোর্ড। আপনি এখানে এটা বুঝায় দিলে একটু ভালো হতো।
আমি আপনাকে এই প্রশ্নগুলো করলাম কারণ আমি আজকে আমার বটে নোটিফিকেশন পাইছি। তাও আবার পাকিন্তান নামে। প্রথমে দেখে আমি নিজেও অবাক হয়ে গেছিলাম, পাকিস্তানি বোর্ডে আমাকে কে আবার মেনশন করলো। পরে দেখি আপনি।
আরে ভাই, আমি আসলে একজন বাঙালি, বাংলাদেশেই বাস করি এবং বাংলাদেশ লোকাল থ্রেডের মেম্বার । কিন্তু আমি অল্প অল্প উর্দুতে কথা বলতে পারি। তাই ভাবলাম আমি যেহেতু উর্দু পারি তাহলে পাকিস্তান থ্রেডেও কিছু পোস্ট করি। আর তখন ভুল ক্রমে বাংলায় লিখে ফেলেছিলাম। পরে তা ঠিক করেছি।
Merit Dashboard কী আর কীভাবে ব্যবহার করতে হয় এ সম্পর্কে সিনিয়ররা যদি কিছু বলতেন তাহলে অনেক উপকৃত হবো।