এপ্রিল, মে এবং জুন মাসে অনেক বেশি মেরিট শেয়ার করা হয়েছিল। যদিও তুলনামুলক পোস্টের সংখ্যাও বেশি। এইখানে একটা ব্যাপার আমার মনে হচ্ছে যে যখন অনেক বেশি মেরিট শেয়ার হয় তখন বেশকিছু নতুন মুখ মনে হয় পোস্ট করা শুরু করে দু একটা মেরিট পাওয়ার ধান্দায়। পেলে চলে যায়, না পেলেও বিরক্ত হয়ে আর আসে না।
কেউ কি প্রতি মাসে আলাদা কতজন ব্যবহারকারী এই টপিকে পোস্ট করছে তার তালিকা বের করতে পারবেন? যদি পারেন এইখানে সুন্দরভাবে পোস্ট করতে পারেন।