আগস্ট মাসের অ্যাক্টিভিটি ২০২৩
মাসের শুরুতে জ্বর ছিল জ্বর যে কয়েকদিন ছিল না তার থেকে বেশি মাথা নিয়ে এখন প্রবলেমে আছি . মাথা নিয়ে ওঠা বসা করা কাজ করা সবগুলোই প্রচুর কঠিন হয়ে পড়েছে আমার জন্য। তারপরেও এই মাসের একটিভিটিটা তৈরি করার চেষ্টা করলাম।
যাই হোক বিগত মাসের থেকে পারফরম্যান্স এ মাসে একটু ভালো হয়েছে এজন্য ভালো লাগছে। সবাই এভাবে চালিয়ে যান আর আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি।
আপনার জন্য দোয়া এবং শুভ কামনা রইলো। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। আজকে আমার মেয়ের জন্মদিন৷ অনেক কিছু করার প্ল্যান ছিলো। বাইরে একটু ঘুরতে যাবো ভেবেছিলাম। আজকে ভোর থেকেই ডায়রিয়া আর বমি হচ্ছে। সকাল থেকে কয়েকটা স্যালাইন খেয়েছি, এখন একটু ভালো লাগছে, তবে মনে হয় না পুরোপুরি সুস্থ হতে পারবো আজকে।
যাই হোক, লোকাল থ্রেড আগের মতোই আছে। তেমন কোনো পরিবর্তন আসলে দেখা যাচ্ছে না। খুব বেশি পরিবর্তন আশাও করছি না। তবে কয়েকজন খুব ভালো করছেন, আপনাদের ধন্যবাদ লোকাল থ্রেড এ কন্ট্রিবিউট করার জন্য।