Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 02/09/2023, 13:14:00 UTC


আপনি কি টপিকটি অনুবাদ করার আগে GazetaBitcoin এর অনুমতি নিয়েছেন? ট্রান্সলেশন টা সেমি অটোমেটেড মনে হচ্ছে। কিছু কিছু যায়গায় সংশোধন করার মতো। GazetaBitcoin এর যেকোনো টপিক ট্রান্সলেট করার আগে তার অনুমতি নিতে হবে। প্রত্তেকটা ট্রান্সলেশন করার পর সেটার প্রিভিউ ওনাকে দিয়ে চেক করিয়ে তারপর পোষ্ট করতে হবে। আপনি যদি অনুমতি না নিয়ে থাকেন, তাহলে ওনামে প্রাইভেট মেসেজ করুন।

এখানে আপনি পজেটিভলি নাকি নেগেটিভলি বল্লেন সেটা আমি বুঝলাম না। বাট আমরা যে কজনই আছি তারা সকলে এটিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবো। যাই হোক আপনি সিনবাদের প্রাইজ প্রেডিকশন নিয়েে একটা চপিক বললেন। সেটা কিভাবে কি, কি কি রিকয়ারমেন্ট প্রয়োজন এসব বিস্তারিত যদি লিংক আকারে প্রভাইড করতের তাহলে বেশ উপকার হতো। ধন্যবাদ।

আমি আসলে নেগেটিভ বা পজেটিভ কোনোটাই মিন করি নাই। এটা একটা নিউট্রাল মন্তব্য!
সিনবাদ বিগত কয়েকমাস যাবৎ বিটকয়েন প্রাইস প্রেডিকশন চ্যালেন্স দিয়ে আসছে এবং ক্লোজ প্রেডিকশন যারা করেন, তারাই মাস শেষে উইনার হিসেবে সিলেক্ট হোন।

গত মাসের প্রেডিকশন থ্রেড: https://bitcointalk.org/index.php?topic=5461992.0
চলতি মাসের প্রেডিকশন থ্রেড: https://bitcointalk.org/index.php?topic=5465305.0