2 Accounts Connected: (Note: Banned shown in red / Inactive in Blue/Active)1.
Poorman22.
Jack051Proof:https://ninjastic.space/search?content=%40zoosman2 I can't send a private message, probably because of your settings.
If you are interested, please contact me on telegram .. @zoosman2
[
Archive ]
- Telegram Username: @zoosman2
[
Archive ]
no direct evidencehttps://ninjastic.space/search?content=%40MsSharminKhanRelated Addresses:- Telegram Username: @zoosman2
Miscellaneous:cheating bounty programs.👉{Distributed} FireDAO Bounty | 4weeks | 9 platforms | 3 millions $FLM.https://docs.google.com/spreadsheets/d/1IkW0RnNmE5eOIa4vAe-H3NsOFKPr8oKojJYcPwyrKkQ/edit#gid=1714051166In addition, the user creates fake communication with his alternative account in the local Bengali section, communicating with himself.
আসসালামুয়ালাইকুম..
আমার একটা বিষয়ে একটু বিস্তারিত জানার ছিল। হঠাৎ একদিন আমার এক ফ্রেন্ড বলতেছে যে তার টেলিগ্রামে যে অ্যাকাউন্ট গুলো ছিল সেগুলো হঠাৎ উধাও হয়ে গেছে। প্রথমত আমি এটা বিশ্বাস করি নাই কিন্তু বেশ কিছুদিন পরে আরো কয়েকজনের কাছ থেকে শুনলাম তাদের টেলিগ্রাম একাউন্ট গুলাও নাকি উধাও হয়ে গেছে।
পরে আমি কয়েকজনকে জিজ্ঞেস করছিলাম আপনারা কোন টেলিগ্রাম অ্যাপস ব্যবহার করেন। তারা আমাকে বলল Telegram X অ্যাপস ব্যবহার করি। আমি এটিও জিজ্ঞেস করছিলাম আপনাদের কয়টি একাউন্ট একসাথে লগইন করা ছিল, প্রায় জনই বলছিল যে 20 টির উপরে অ্যাকাউন্ট লগইন করা ছিল। এর মধ্যে কারো দুইটি বা তিনটি অ্যাকাউন্ট রয়েছে আর বাকিগুলো উধাও হয়ে গেছে।
তারা এটাও বলল যে পরবর্তীতে ওই নাম্বার দিয়ে যখন টেলিগ্রাম অ্যাপস এ লগইন করতে ছিলাম এই নাম্বারটা ব্যান্ড নাম্বার বলতেছিল। তারা এটাও বলল যে, কোনভাবেই ওই নাম্বার গুলো দিয়ে টেলিগ্রাম একাউন্ট ওপেন করা যাচ্ছিল না।
##আমার প্রশ্ন হল যদি Telegram X অ্যাপ এ এতগুলো অ্যাকাউন্ট একসঙ্গে লগইন করে রাখা যায় এবং এতগুলো অ্যাকাউন্ট একসঙ্গে কোথায় চলে গেল..?
##এই চলে যাওয়া অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কেন আবার পুনরায় অ্যাকাউন্ট গুলো কোনভাবেই লগইন করা যাচ্ছিল না..?
অনেকগুলো পোস্ট পড়তে পড়তে আপনার এই পোস্টটা পেলাম, আমি এমনটা শুনেছি কিন্তু এর কারণ খুঁজে পাইনি। যদি বাংলাদেশ লোকাল বোর্ডের সকল সিনিয়র মেম্বাররা এই বিষয়ে কেউ একটু বিস্তারিত বলতেন তাহলে সত্যিই বেশ উপকৃত হতাম।
Magazine by cointelegraph তাদের ওয়েবসাইটে এই সপ্তাহের শীর্ষ খবরের প্রতিবেদন করেছে। যা সংক্ষেপে বাংলায় কপিরাইট করে দেয়া হলো।
#Binance.US USD আমানত স্থগিত করেছে, ফিয়াট প্রত্যাহার বিরতির সতর্ক করেছে
Binance.US মার্কিন ডলার জমা স্থগিত করেছে এবং 13 জুনের প্রথম দিকে ফিয়াট প্রত্যাহারের জন্য একটি আসন্ন বিরতি ঘোষণা করেছে। এক্সচেঞ্জ অনুসারে, আমেরিকান নিয়ন্ত্রকদের কাছ থেকে "অত্যন্ত আক্রমনাত্মক এবং ভীতিকর কৌশল" এর মধ্যে এটি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিল। ক্রিপ্টোতে ট্রেডিং, স্টেকিং, আমানত এবং উত্তোলন সম্পূর্ণরূপে চালু থাকে। Binance.US আটটি বিটকয়েন জোড়া এবং দুটি BUSD জোড়াকেও তালিকাভুক্ত করেছে এবং উল্লেখ করেছে যে OTC ট্রেডিং পোর্টাল পরিষেবাগুলি বিরাম দেওয়া হয়েছে৷
#Crypto.com মার্কিন প্রাতিষ্ঠানিক বিনিময় পরিষেবা স্থগিত করেছে
জুন 2023 আমেরিকাতে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের জন্য একটি উত্তাল মাস হিসেবে প্রমাণিত হয়েছে। Crypto.com 21 জুন থেকে পরিষেবা স্থগিত করার ঘোষণা করার পর আর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাতিষ্ঠানিক ক্লায়েন্টদের পরিষেবা দেবে না। সিঙ্গাপুর-ভিত্তিক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ এই পদক্ষেপের প্রাথমিক কারণ হিসাবে প্রাতিষ্ঠানিক গ্রাহকদের সীমিত চাহিদা উদ্ধৃত করেছে, যা পরীক্ষার মাধ্যমে আরও বেড়েছে। বিরাজমান বাজারের অবস্থা। আমেরিকান খুচরা ব্যবহারকারীদের এখনও ক্রিপ্টোকারেন্সি ডেরিভেটিভস ট্রেডিং এবং আপডাউন বিকল্প অফারে অ্যাক্সেস রয়েছে।
বিস্তারিত পোস্ট লিংক: https://cointelegraph.com/magazine/binance-coinbase-head-to-court-and-the-sec-labels-67-crypto-securities-hodlers-digest-june-4-10/?fbclid=IwAR23QBTO8iK7aSl5F8UPhD-hbu_n4bMFhhOS96GOOTkdMGB0t7KLf4rl3p0
যদি সত্যিই এমনটা হয়ে থাকে তাহলে কি আমাদের দেশে বা অন্যান্য দেশের ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে কোন সমস্যার সম্মুখীন হতে পারে।। আপনার পোষ্টটি দেখে বিনান্স সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম।
আশা করি বড় বড় সিনিয়র মেম্বার ভাইয়েরা এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাবেন।