Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
DYING_S0UL
on 02/09/2023, 13:57:51 UTC
কোট

ভাইরে ভাই আমি নিজেও তো টেনশনে পড়ে গেলাম। আজ দুপুরের দিকে সম্ভবতো ঐ টেলিগ্রাম x ওয়ালা পোস্টটি আমার চোখে পড়ে। যেহেতু আমি নিজেও আকজন ভুক্তভোগী তাই কমেন্ট করে বসি। এখন ভয়ে আছি আমাকেও তাদের সাথে কোনোভাবে কানেক্টেড করে দেয় কিনা! কি একটা অবস্থা।

আর ইদানিং নতুন নতৃন ২০-২৫ আক্টিভিটি, ৫-৭ মেরিট ওয়ালা মেস্বারের বেশ আগমন দেখছি লোকাল বোর্ডে। এসব মেম্বারদের মেরিট দেয়া থেকে বা সব ক্ষেএে সর্তক থকবেন সবাই বলে আমি আশা করি। মানুষ এমমি এমনি আর বলেনা সঙ্গ দোষে লোহা ভাসে, দুই এক জনের জন্য পুরো বোভের রেপুটেশন নষ্ট হচ্ছে।