Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Little Mouse
on 03/09/2023, 05:38:24 UTC
কোট
কপি পেস্ট তথ্য চুরি এসব কিভাবে রিটোর্ট করতে হয় যদি একটি বিন্তারিত জানেতেন। কোথায় কি কোন ফরমাটে রিপোট করতে হবে?
সাধারণ স্পাম পোস্ট যেভাবে রিপোর্ট করেন সেভাবেই করতে পারেন। শুধু রিপোর্টের কমেন্টে লিখবেন কপিড ফ্রম- সোর্স। ব্যস, এইটুকুই যথেষ্ট। এছারাও আপনি চাইলে LoyceV এর এই টপিকে রিপোর্ট করতে পারেন- https://bitcointalk.org/index.php?topic=1926895.0
কিভাবে রিপোর্ট করবেন সে সমস্ত ফরম্যাট এইখানে দেয়া আছে। অথবা অন্যরা কিভাবে রিপোর্ট করছে সেটাও অনুসরণ করতে পারেন।

ইদানিং অনেকেই চ্যাটজিপিটি কিংবা অন্যান্য এ.আই এর মাধ্যমে পোস্ট তৈরী করে ফোরামে পোস্ট করছে। আমাদের লোকাল থেকেও একজন মনে হচ্ছে একই কাজ করছে। দয়া করে এইসব করবেন না। এইগুলো যে কেউ পড়লে সহজেই বুঝতে পারবে। ব্যান খাবেন সে ব্যাপারে ভুল নাই। এখন না হোক পরবর্তীতে হলেও ব্যান খাবেন।