সর্বদা আমাদের বাংলা কমিউনিটি এরকম বাউন্টি হান্টারদের মাল্টিপল একাউন্টের আনাগোনা বেড়েই চলেছে। অন্যান্য কমিউনিটিতে এত মাল্টিপল একাউন্টের আনাগোনা এতটা চোখে পড়ে না। এখানে কিছু বাউন্টি হান্টাররা জাস্ট দু চারটা মেরিটের জন্য আসে এবং এসে একাউন্টগুলো কানেক্টেড প্রমাণিত হয়ে বোনাস হিসাবে নামের পাশে নেগেটিভ ফিডব্যাক খেয়ে যায়।
@Learn Bitcoin ভাই আপনি এদেরকে একটু বোঝান আমি ভাই অনেক বলেছি। আমরা যারা এখানে নিরন্তর ধারায় কাজ করে যাচ্ছি তারা বেলাশেষে শূন্য হাতে ফিরতে হবে।
এই ব্যাড reputation হচ্ছে এটা এক সময় আমাদের জন্য ডিমেরিটস পয়েন্ট হিসেবে ধরা দেবে কেননা আমরা যতই ভালো পারফরম্যান্স করি না কেন বেলা শেষে এই সমস্ত ভাই সকলের জন্য আমরা স্বতন্ত্র লোকালবোর্ড নাও পেতে পারি।
বিশেষ করে যারা মাল্টিপল একাউন্ট নিয়ে আসে তাদেরকে যতদিন পর্যন্ত এখানে আনাগোনা না কমানো হবে ততদিন পর্যন্ত আমাদের লোকালের কোন উন্নতি হবে না বরং ব্যাড রেপুটেশন বেড়েই যাচ্ছে।
@lovesmayfamilis ,Thank you very much for bringing all these bad users to justice.
আসলে নিয়ম মানার ক্ষেত্রে কখনো ভুল হয়ে যেতে পারে। নতুন অবস্থায় সবাই সব কিছু জানে না। অনেকে রুলস সম্পর্কে অবগত না। কিন্তু এই যে চিটিং করার একটা মনোভাব, এটা আসলে দূর হচ্ছে না। এর পেছনে ইউটিউব চ্যানেল, কিছু ফেইসবুক গ্রুপের হাত আছে। এরা এদর গ্রুপে, চ্যানেলে ভিডিও দেয় কিভাবে একটা এয়ারড্রপ থেকে আনলিমিটেড ইনকাম করা যায় (মাল্টিপল একাউন্ট খুলে), এরা আসলে হারামকেও জায়েজ বানিয়ে দিচ্ছে।
এই যে চিটিং করার একটা প্রবনতা, যেটা অনেক ইনফ্লুয়েন্সার রা শিখাচ্ছে, মানুষ এটা থেকে বের হতে সময় লাগবে। কেউ যদি ফোরামে ঘটে যাওয়া কেস গুলো থেকে শিক্ষা না নেয়, আপনি আসলে কি করতে পারবেন? আসলে ফোরাম ব্রাউজ করার কোনো বিকল্প নেই। সারাদিনে ২ টা পোষ্ট লেখার আগে আরো ৪০-৫০ টা পোষ্ট পড়া জরুরী। আপনি যতো বেশি পোষ্ট পড়বেন, ফোরাম সম্পর্কে ততোবেশি শিখতে পারবেন। মানুষকে চিটিং করার মন মানষিকতা থেকে বের হয়ে আসতে হবে।