Post
Topic
Board Other languages/locations
Merits 4 from 4 users
Re: বাংলাদেশ (Bengali)
by
Little Mouse
on 04/09/2023, 02:47:19 UTC
⭐ Merited by tjtonmoy (1) ,DVlog (1) ,roksana.hee (1) ,Crypto Library (1)
আপনাদের কাছে একটা পরামর্শ চাচ্ছি আমি যদি বিদেশ থেকে কোনো physical crypto Collectib আনি মানে কেউ আমার ঠিকানায় পাঠায় যেমন Collectib হতে পারে একটা Bitcoin, Ethereum এগুলার কয়েন। তাহলে কি কোনো ঝামেলা হবার সম্ভাবনা আছে?
ফিজিক্যাল ক্রিপ্টো কালেক্টীবল তো আর ক্রিপ্টোকারেন্সি না। এইটা হতে পারে একটা কয়েন কিংবা শো পিচ। এইগুলা নিয়ে অবশ্যই কোন ঝামেলায় পরবেন না আশা করি। কি নিতে যাচ্ছেন বাই দ্য ওয়ে?

সার্ভিস সেকশন এ আপনি এই বিষয়ে পোস্ট করতে পারেন।
এইভাবে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক কম কারণ এইখানে অনেকগুলো বিশ্বস্ততার ব্যাপার রয়েছে। কোন বাউন্টি ম্যানেজার উনাকে কেন বিশ্বাস করবে?

Quote
লোকাল কমিউনিটি তে আমার জানা মতে Little Mouse ভাই CM/BM তবে উনি নিজে করেন কি না বা কাউকে দিয়ে করিয়ে নেন তা জানা নেই।
আমি বেশিরভাগ সময়ই নিজে করি যদিও আমার তেমন একটা বাউন্টি ক্যাম্পেইন থাকেই না। যার কারনে আমার তেমন চাপ থাকে না। আমার সাথে কেউ সহকারী হিসেবে কাজ করলে নিশ্চিত সে কয়েকদিন পর ভাগবে। কারণ, ওই যে আমার বাউন্টি ক্যাম্পেইনের কাজ পাওয়া হয় না বললেই চলে।
মাঝে মধ্যে অবশ্য আমি ব্যস্ত হলে আমার ওয়াইফ আমাকে কিছু কাজ করে দেয়। আওয়ারলি পেমেন্ট নেয়। আর আমিও আসলে চাইনা বাইরের কাউকে দিয়ে কাজ করাতে। কারণ তারা চাইলেই তাদের একাউন্ট ঢুকাতে পারবে বাউন্টিতে এবং কোন কাজ না করেই পেমেন্ট নিতে পারবে। এছাড়া তাদের কাছে পুরো স্প্রেডশীটের দায়িত্ব না দিলে কাজের কাজ কিছুই হবে না। আবার দায়িত্ব দিলে একটা ভয় থেকে যায় বেশিরভাগ এড্রেস পরিবর্তন হয়ে যাওয়ার। তখন অবশ্যই আমার রেপুটেশনের বারোটা বাজবে।

Quote
অনেক দিন পর লোকাল কমিউনিটিতে আসলাম।
ওয়েলকাম ব্যাক। আরো কয়েনজন পুরাতন মেম্বার এক্টিভ হচ্ছেন না। @DVlog ভাই দেখলাম গ্লোবালে এক্টিভ কিন্তু এইখানে না।