Post
Topic
Board Other languages/locations
Re: $১০০ ডলারকে $১.৬ মিলিয়ন ডলারে পরিণত করার মিশ
by
Subbir
on 04/09/2023, 03:55:15 UTC
টাইটেল পড়ে অনেকেই অবাক হচ্ছেন? ১০০ ডলারকে কিভাবে ১.৬ মিলিয়ন ডলারে রুপান্তর করা যায়? আসুন আজকে সে ব্যাপারে কথা বলি।

এইখানে যারা সিগ্নেচার ক্যাম্পেইনে কাজ করেন তাদের কাছে ১০০ ডলার খুব বেশি হওয়ার কথা না। যাই হোক, বেশি হলেও সেটা আপনার সম্ভাব্য রিটার্নের কাছে অতি নগণ্য। তাহলে কিভাবে আমরা ১০০ ডলারকে ১.৬ মিলিয়ন ডলার করতে পারি।

যারা ক্রিপ্টোকারেন্সিতে অনেকদিন আছেন তারা নিশ্চয়ই জানেন এইখানে বুলরানের সময় কোন বিনিয়োগে মাত্র দ্বিগুন রিটার্ন পাওয়া কতটা সহজ। অনেক ক্ষেত্রে দেখা যায় ২/৩ দিনের মাথায় আপনার বিনিয়োগ দ্বিগুণ। ওয়েল, এই আইডিয়াটা আমি একটা ফেসবুক পেইজে পেয়েছি।
আমাদেরকে শুধু ১০০ ডলার বিনিয়োগ করে সেটাকে ১৪ বার দ্বিগুণ করতে হবে। শুনতে কঠিন কিংবা সহজ যেটাই লাগুক এইটা রিস্কি। তবে আমরা শুধুই ১০০ ডলারের রিস্ক নিব। হতে পারে সেটা পরবর্তীতে বৃদ্ধি পাবে কিন্তু আমাদের রিস্ক শুধুই ১০০ ডলারের।
১০০*২=২০০
২০০*২=৪০০
৪০০*২=৮০০
৮০০*২=১৬০০
১৬০০*২=৩২০০
৩২০০*২=৬৪০০
৬৪০০*২=১২৮০০
১২৮০০*২=২৫৬০০
এইভাবে আরো ৬ বার বিনিয়োগ করতে হবে। ১৪ তম বিনিয়োগ দ্বিগুণ হলেই আপনার রিটার্ন আসবে ১৬৩৮৪০০ ডলার। মিলিয়ন ডলারের মালিক? কেউ কি আগ্রহী আছেন? থাকলে জানাবেন। একসাথে বেশ কয়েকজন হলে ভালো ভাবে রিসার্চ করা যায়। বুল মার্কেটে আসলে ধরতে পারলে ১৪ বার বিনিয়োগকে দ্বিগুণ করা কোন ব্যাপার না। কেউ আগ্রহী থাকলে জানাবেন। আমাকে টেলিগ্রামে নক দিবেন। সবাই মিলে একটা গ্রুপ করবো আলোচনার জন্য। আমার টেলিগ্রাম- @LT_Mouse

ভাই, আমি ইনভেস্ট করতে চাই কিন্তু আমার কাছে এখন ১০০$ ডলার অনেক বড় একটা এমাউন্ট কারন আমার কাছে কোনো ডলার নাই, আপনার যে উদ্যগ তা আমাদের জন্যে অবশ্যই অনেক ভালো একটা  ব্যাপার যদি অনেকেই একসাথে কাজ করা যায় তাহলে কেউ ব্যার্থ হয়না, এবং শেষ পর্যন্ত অনেক ভালো কিছু পাওয়া যায়, আর এখন একটা গুরুত্তপুর্ন সময় চলছে ইনভেস্ট করার জন্যে, এই সময় ইনভেস্ট করলে আশা করি কেউ ক্ষতিগ্রস্থ হবেনা, বা হলেও অনেক কম হবে।  আর আপনার মতো চিন্তা করে কেউ যদি এভাবে গ্রুপ নিয়ে কাজ করে আশা রাখা যায় কেউ হতাস হবেনা কারন কেউ না কেউ সঠিক বিষয়টা নিয়ে কাজ করতে পারবে, আর ভুল হবার সম্ভাবনা অনেক কম হবে।