কিন্তু আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে : আমাকে প্রত্যেকবার এই থ্রেডে আসতে হলে প্রথমে গুগলে সার্চ করে অনেক সময় নষ্ট করে আসতে হচ্ছে। যদি এইখানে অনেক দ্রুত আসার কোনো শর্টকাট উপায় থাকে তাহলে আমাকে একটু জানাবেন প্লিজ।

আপনাকে বাংলাদেশ থ্রেড এবং বিটকয়েনটক এ স্বাগতম!
যেহেতু আপনি বাংলাদেশ থ্রেড এ পোষ্ট করেছেন, এখন থেকে যখনই এই থ্রেড এর কোনো আন সিন পোষ্ট থাকবে, তখন আপনি
Show new replies to your posts. এই লিংক এ গেলেই আপনি আগে পোষ্ট করেছেন এমন থ্রেড গুলো দেখতে পাবেন। আবার আপনার প্রোফাইলে গিয়ে
Show the last posts of this person. এ গিয়েও আপনার করা পোষ্ট গুলো দেখতে পারবেন এবং বাংলাদেশ এ সেখান থেকেও আসতে পারবেন।
আরো একটা উপায় হলো ফোরামের একদম ফুটারের দিকে (নিচে) স্ক্রল করে গিয়ে দেখবেন
Other languages/locations নামে একটা বোর্ড আছে, সেটাতে ঢোকার পর বাংলাদেশ থ্রেড টি পেয়ে যাবেন। আরো অনেক উপায় আছে। তবে সেগুলো এখনো আপনার জন্য প্রযোজ্য না।