আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহুকিন্তু আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে : আমাকে প্রত্যেকবার এই থ্রেডে আসতে হলে প্রথমে গুগলে সার্চ করে অনেক সময় নষ্ট করে আসতে হচ্ছে। যদি এইখানে অনেক দ্রুত আসার কোনো শর্টকাট উপায় থাকে তাহলে আমাকে একটু জানাবেন প্লিজ।

ওয়ালাইকুম আসসালাম।
ভাই আপনি এই লিঙ্ক টি আপনার ব্রাউজার এ বুকমার্ক করে রাখতে পারেন। অথবা সর্টকাট এ সেভ করে রাখতে পারেন।
যদি না পারেন তাহলে নিচের পিক ফলো করুন। সামনে থাকা সর্টকাট কে প্রেস করে ধরে রাখলে এডিট অপশন পাবেন। উপরে লিঙ্ক দিন এবং নিচে নাম দিয়ে সেভ করেন। ওইটাতে চাপ দিলে আপনাকে এই লোকাল কমিউনিটি তে নিয়ে আসবে।

[/quote]
ভাই আমার ছবিগুলো থেকে কিছুই বোঝা যাচ্ছে না। তাই আমি টপিকগুলো আরও সুন্দর করে দিলাম।



