দেখুন আমাদের বাংলাদেশ কতটা খারাপ হলে এরকমটি হতে পারে। প্রতিনিয়ত এরকম শত শত ঘটনার জন্ম দিচ্ছে যেখানে অন্যান্য উন্নত দেশ পাঁচ বছরে এরকম একটি ঘটনার জন্ম দেয় না অথচ আমার সোনার বাংলা এরকম শত শত ঘটনা গর্ভে ধারণ করে প্রতিনিয়ত জন্ম দিয়ে যাচ্ছে।
বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লকার থেকে ৫৫ কেজি সোনা গায়েব হয়েছে। এই যে সোনা গায়েব হওয়া এটা কি মেনে নেওয়া যায় যেখানে 24 ঘন্টা সিসি ক্যামেরার আওতায় থাকা লকার থেকে কিভাবে ৫৫ কেজি শোনা গায়েব হবে।
তাও গায়েব হয়েছে তিন চারদিন আগে অথচ সে খবর প্রকাশ পায় রবিবারে চারদিন পরে। বাংলাদেশ যে সকল ঘটনা জন্ম দিচ্ছে এই প্রত্যেকটি ঘটনার জন্ম দাতাকে প্রকাশ্যে ধরেও বিচারের আওতায় আনা হয় না। তাইলে আমার দেশে শত কোটি টাকা পাচার করলেও ওই পাচারকারী ও সংস্থাকে কখনো বিচারের আওতায় আনা হবে না।

এগুলো নিয়ে আপনি ও আমি যতই লেখালেখি করি না কেন কোন ফায়দা হবে না বরং উল্টো আমার ও আপনার নামে এই সকল সোনা পাচারের মামলা হতে পারে। তাছাড়া আমি ও আপনি যেহেতু এই বিটকয়েন ফোরামের সদস্য সেহেতু এই তথ্য যদি তারা পায় তাহলে আমাদের মানিলন্ডারিং মামলা দিয়ে আমাদের বকরবকর করা বন্ধ করে দেবে।
খবর প্রকাশ:
https://www.prothomalo.com/bangladesh/c1a8kffdos